বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
বলিউডের (Bollywood) হট ও বোল্ড অভিনেত্রীদের তালিকায় তাঁর নাম সামনের সারিতে৷
কঙ্গনা শর্মা (Kangna Sharma) গ্রেট গ্র্যান্ড মস্তি ছবিতে বোল্ড দেখা গিয়েছিল এই সুন্দরীকে৷
এবার তাঁর বোল্ড ফটো (Bold Photo) হু হু করে হল ভাইরাল ফটো (Viral Photo)৷
মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে সৈকতে লাল মনোকিনিতে ফটোশ্যুট ‘তু সুরজ ম্যায় সাঁজ পিয়াজি’ অভিনেত্রী কঙ্গনা শর্মা।
ডেনিম শর্টস এবং ব্ল্যাক টপে বলিউড অভিনেত্রী কঙ্গনা শর্মাকে পুরো ডিভা মনে হচ্ছিল৷তাঁর ছবি ফ্যানদের হৃদয় জয় করছে৷ Photo Courtesy- @kangnasharma16)

Who is Kangna Sharma?
Kangna Sharma is an actress by profession and she has featured in films like Used, Bitch Will Be Back, Dulla Bhatti and Great Grand Masti.

While she is not a well-known face, Kangana enjoys a good fan base on social media,who adore her a lot.
এবারও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবিটি মুক্তি পায় প্রাপ্তবয়স্ক ছবি হিসেবে। আর এ ছবিতে নিজের কারিশমা দেখিয়েছেন কঙ্গনা। পুরো ছবিতেই খোলামেলা আবেদনময়ী রূপে দেখা যায় তাকে। শুধু তাই নয়, প্রথম এ ছবির একটি দৃশ্যে নগ্ন হয়েও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। দৃশ্যটি গোপনভাবে ধারণ করা হলেও এরই মধ্যে খবরটি প্রকাশ পেয়ে গেছে ভারতীয় মিডিয়ায়।
যার মাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছেন কঙ্গনা। নগ্ন হওয়ার পাশাপাশি তিন নায়কের সঙ্গেই রগরগে দৃশ্যেও দেখা যায় তাকে। সব মিলিয়ে প্রথম ছবির মাধ্যমেই উত্তাপ ছড়াতে আসছেন কঙ্গনা শর্মা।

এ বিষয়ে তিনি বলেন, এত বড় ব্যানারের একটি ছবির মাধ্যমে আমার অভিষেক হচ্ছে। তাই এ সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চেয়েছি। এটি চ্যালেঞ্জিং একটি চরিত্র ছিল।ছবিতে আবেদনময়ী রূপে যেমন আমাকে উপস্থাপন করা হয়েছে তেমনি অভিনয়ের জায়গাও ছিল। তাছাড়া আমার কো আর্টিস্ট হিসেবেও অসাধারণ তিনজন অভিনেতাকে পেয়েছি। অনেক সহযোগিতা করেছেন তারা। আমার মনে হয় ছবিটি সবারই ভাল লাগবে।
Discussion about this post