রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
‘সেক্সাহোলিক’ স্টার শমা সিকন্দর। তাঁর সঙ্গে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই নেটাগরিকদের সঙ্গে।
৪১ বছরের রাজস্থানের কন্য়া লাস্যের আগুনে ছারখার করে দেন ইনস্টাগ্রাম।
তাঁর জন্য দরদর করে ঘামে নেটপাড়া। তাঁর ফলোয়ার্সরা জানেন যে শরীরি আবেদনে শমা কী খেলা দেখাতে পারেন!
সম্প্রতি শমা গিয়েছিলেন দুবাইয়ে ছুটি কাটাতে। কালো এবং কমলা বিকিনিতে একের পর এক ছবি পোস্ট করেছেন তিনি।
তাঁর টোনড বিচ বডি যেন বালুঘড়ি। জলে আগুন জ্বালানোর মন্ত্র জানেন তিনি! এবার লাস্যের আগুনে দুবাই জ্বালালেন শমা।

শমা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়।
হট অ্যান্ড সেক্সি ছবির সঙ্গেই পোস্ট করেন ভিডিয়ো।
বিকিনির সঙ্গে কথা বলতে জানেন শমা। শুধু প্রাশ্চাত্যের পোশাকেই নয়, শমাকে শাড়িতেও লাগে ভয়ংকর মোহময়ী।
শমা সিকন্দরকে দ্রুত দেখা যাবে দীপক তিজোরির ‘টিপসি’ ছবিতে।

চলতি বছরই এই ছবি মুক্তি পাওয়ার কথা।তবে একের পর এক রিয়্যালিটি শো, ওয়েব সিরিজ করতে থাকেন শমা।
টেলিভিশনের পর্দায় চুটিয়ে কাজ করেন। এছাড়াও রয়েছে বোল্ড ফটোশ্যুট। শমা পেয়ে যান নিজের জমি।

১৯৯৮ সালে ফারদিন খানের ছবি ‘প্রেম অগন’-এর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন শমা। এরপর আমির খানের ‘মন’-এও ছাপ রাখতে পারেননি তিনি।
Shama Sikander never fails to surprise her millions of fans as well as followers with her sexy, hot, stunning and seductive photos as well as videos that she keeps sharing on her official Instagram account.

Shama Sikander’s drool-worthy pics in sexy curves fade away all mid-week blues.
Shama Sikander shot to fame after starring in the popular show Yeh Meri Life Hai back in 2003 and later featured in television shows such as Man Mein Hai Visshwas, Seven, Baal Veer, among others.

Shama Sikander’s killer look and steamy body are enough to make anyone weak in the knees
Discussion about this post