সুইম স্যুটে হাজির মোনালিসা (Monalisa)।
আকাশী এবং সবুজ রঙের সুইম স্যুট পরে সমুদ্রের পাশে হাজির হন মোনালিসা।
তবে পুরনো ছবি শেয়ার করে, ফের ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী।
মোনালিসার সুইম স্যুট অবতারের ছবি দেখে আপ্লুত তাঁর ভক্তরা।

খুব শিগগিরই যাতে তিনি আবার মালদ্বীপে যেতে পারেন, ছবির ক্যাপশনে সেই ইচ্ছাই প্রকাশ করেন দুপুর ঠাকুরপোর ঝুমা বউদি।
মোনালিসার রূপে মুগ্ধ ইন্ডস্ট্রি। ভোজপুরী সিনেমা দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করলেও পরবর্তীকালে বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন মোনালিসা।
তাঁর লাস্যময়ী ভঙ্গি ও সুন্দর চেহারা ও সাবলিল অভিনয়ের জন্য খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয় ওঠেন মোনালিসা।
একের পর এক ভোজপুরী সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন বহু হিন্দি ধারাবাহিক ও বাংলা ওয়েব সিরিজেও।
বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো ২’-এ মোনালিসার অভিনয় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল।
সম্প্রতি ভোজপুরী অভিনেতা পবন সিং-এর সঙ্গে মোনালিসার বেশ কিছু নাচের দৃশ্য রীতিমত ভাইরাল হয়।
ভোজপুরি ছাড়াও, মোনালিসা হিন্দি, বাংলা, ওড়িয়া, তামিল, কন্নড় এবং তেলেগু ছবিতেও কাজ করেছেন।
এর পাশাপাশি বিখ্যাত রিয়েলিটি প্রতিযোগিতা ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন এই অভিনেত্রী।
মোনালিসা তার হাসি এবং সুন্দর ছবি দিয়ে আমাদের হৃদয় কেড়ে নিয়েছে এবং তার অনুসারীরা অধীরভাবে প্রতিটি নতুনের মুক্তির জন্য অপেক্ষা করে।
Discussion about this post