রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বিকিনি বেব কেট শর্মার হট অ্যান্ড কুল লুকে ঘুম উড়েছে নেটিজেনদের।
অভিনেত্রী হলেও অভিনয় জগতে সেভাবে সাফল্য পাননি। কিন্তু, সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় কেট শর্মা।
দু-একটি ছবিতে কাজ করেছেন। কিন্তু, সেগুলি মোটেই ধোপে টেকেনি।
তবে সোশাল মিডিয়ার সৌজন্যে ভক্তদের কাছাকাছি থাকেন কেট। অভিনেত্রীর লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্ট কেটের বোল্ড ফটোশ্যুট দেখে রাতের ঘুম উড়ে যাবে নেটিজেনদের।
কেটের বোল্ডনেস উষ্ণতার পারদ চড়াচ্ছে সোশাল মিডিয়ায়।কেট শর্মার হট অ্যান্ড বোল্ড ফটোশ্যুট আগুন ধরাচ্ছে নেটপাড়ায়।
তাহলে দেখে নেওয়া যাক কিলার ফিগারে কী ভাবে সোশাল মিডিয়ায় ঝড় তুলছেন সোশাল মিডিয়ায়। দেখুন সেই ছবি। (ছবি সৌজন্যে Instgaram@katesharma)
শর্টস আর বিকিনতে অভিনেত্রীর কিলার লুকে ফিদা নেটবাসী। কেটের সেক্সি ক্লিভেজে চোখ আটকেছে নেটিজেনদের।
সোশাল মিডিয়ায় উষ্ণ ছবিতে উষ্ণতার পারদ চড়াচ্ছেন কেট। দেখুন অভিনেত্রীর সেই উষ্ণ লুকের ছবি।
সম্প্রতি তিনি নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।আর তারপর হুল্লোড় পড়ে গিয়েছে।
সেখানে জমা হচ্ছে একের পর এক লাইক আর কমেন্ট।

অভিনেত্রী কেট শর্মা এখন নেটদুনিয়ায় বেশ পরিচিত মুখ হয়ে উঠছেন।
সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েই নিজের কেরিয়ার গড়তে শুরু করেছিলেন কেট।

পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে মিটু অভিযোগ আনার পর থেকে আরও বেশি চর্চায় এসেছিলেন অভিনেত্রী।
এই ছবি দেখে চোখের পলক না পড়লে দোষ যদি কাউকে দিতেই হয়, তিনি হলেন অভিনেত্রী কেট শর্মা (Kate Sharma)।

এই অভিনেত্রীর ফ্যাশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রতিবারই যেন তিনি নতুন করে ফিরে আসেন। সৌন্দর্য এবং পোশাক মিলে তৈরি হয়েছে মায়া।
কী পোশাকই না তিনি গায়ে চাপিয়ে নিয়েছেন! নিজের বক্ষ ঢেকেছেন প্রজাপতিতে। আর সেই ছবি ভাইরাল।

এর পাশপাশি বিভিন্ন পোজে তাঁর বেশ কয়েকটি ছবি রয়েছে। আবার তিনি ক্যাপশন দিয়েছেন, ক্যাচ মি ইফ ইউ ক্যান।
নয়া পোশাকে জাদুতে যেন আকৃষ্ট নেটজগত। যত দেখবে, ততই মুগ্ধ নেটপাড়া।

সোশ্যাল মিডিয়া ভালই অ্যাক্টিভ তিনি।
সেখানে রয়েছেন তাঁর লাখ লাখ গুণমুগ্ধ।
Discussion about this post