বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
ছোট থেকেই ফিল্মি পরিবারে বড় হয়ে ওঠা শ্রদ্ধা কাপুর। স্টারকিড হিসেবে ছোট থেকেই পরিচিত বলি নায়িকা।
একদিকে শক্তি কাপুরের মেয়ে অন্যদিকে পদ্মিনী কোলহাপুরীর বোনঝির পরিচিত ছিল গোটা বি-টাউনে।
বর্তমানে বলিউডের প্রথম সারিতেই রয়েছেন শ্রদ্ধা কাপুর ( Shraddha Kapoor) ।
তবে বাবার পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছেন শ্রদ্ধা কাপুর।

বলিউডের প্রথমসারির অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইতিমধ্যেই একাধিক ছবিতে নিজের ছাপ রেখেছেন ।
তবে জানেন কি, বলিউডের একাধিক ভাল ছবিতে অফার পাওয়ার আগে অনেক ভুলভাল ছবির অফার পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর।
এমনকী যৌন উদ্দীপক ছবির অফারও পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর,তাও আবার নামী পরিচালকের কাছ থেকে।

মুখের উপর কেমনভাবে না বলবেন তা বুঝেই উঠতে পারিনি বলি নায়িকা, এহেন পরিস্থিতিতে কী করেছিলেন শ্রদ্ধা কাপুর।
এক সাক্ষাৎকারে শ্রদ্ধা ( Shraddha Kapoor) জানিয়েছেন, এক নামী পরিচালকের কাছ থেকে যৌন উদ্দীপক ছবির অফারও পেয়েছিলেন নায়িকা। যৌন উদ্দীপক ছবির অফার পেয়ে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়েছিলাম।
আমি সত্যি বুঝতে পারছিলাম না ওনাকে কী বলব। তারপরে আস্তে আস্তে বলেছিলাম আমি এখনই ওই এলাকায় যেতে চাই না। এমনকী সঞ্জয় লীলা বনশালির ছবিতেও কাজের সুযোগ হারিয়েছিলেন শ্রদ্ধা কাপুর।
সাহো স্ট্রিট ডান্সার ৩-এর পর পর্দায় দীর্ঘদিন দেখা মিলছে না শ্রদ্ধা কাপুরের।
একের পর এক হিট ছবি উপহার দেওয়া অভিনেত্রী কোথাও গিয়ে যেন হারিয়ে গেলেন পলকে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়েও চর্চা ছিল তুঙ্গে।
রণবীর কাপুরের সঙ্গে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে অভিনয় করছেন তিনি।
সম্প্রতি কালো শরীর সাঁটা পোশাকে ফটোশ্যুট করেছেন নায়িকা।
ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে রণবীর কাপুরের সঙ্গে আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেই খবর সামনে থাকলেও লুক খুব একটা সামনে আসেনি।
ছবির নাম তু ঝুটি মেয় মক্কার। তবে ছবির ট্রেলার মুক্তি পেতেই বিপত্তি।
শ্রদ্ধা কাপুরকে দেখে এক কথায় চক্ষু চড়কগাছ এক শ্রেণীর ভক্তদের। প্রায় অধিকাংশ ফ্রেমেই বিকিনি লুকে ঝরা দিলেন শ্রদ্ধা কাপুর।
তবে তা নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন এক শ্রেণী।
কেউ কেউ আবার ট্রোল করতেও পিছপা হলেন না। স্পষ্ট জানিয়ে দিলেন, এতদিন পর এই কারণেই নাকি ছবি পেয়েছেন শ্রদ্ধা কাপুর।
নয়তো তিনি বলিউডে ছবি পাচ্ছেন না বলেই ধারণা একশ্রেণীর।
তবে শ্রদ্ধা কাপুরের হাতে একাধিক প্রজেক্ট। রণবীর কাপুরের বিপরীতে বেশ মানিয়েছে তাঁকে। কেউ কেউ আলিয়ার সঙ্গেও তুলনা করে বসলেন শ্রদ্ধার।
কেউ কেউ শ্রদ্ধাকে উপদেশ দিলেন, এক ধরনের চরিত্র থেকে বেরিয়ে এবার নতুন কোনও চ্যালেঞ্জ গ্রহণ করার।

যদিও বলিউডের এই নতুন জুটিকে দেখে অনেকেরই বেশ ভাল লেগেছে।
মিশ্র প্রতিক্রিয়া পেলেও, ছবির গল্প যে বেশ মজাদার হতে চলেছে তার ইঙ্গিত দিল ছবির ট্রেলার।

Discussion about this post