Actress Amy Jackson looks stunning at the red carpet of Cannes Film festival
রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
সপ্তাহের শুরু থেকেই কান চলচ্চিত্র উৎসবে দেখা যাচ্ছে অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে (Amy Jackson at Cannes)। এবং প্রায় প্রতিদিনই নানা পোশাকে ঝড় তুলছেন অ্যামি।
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কালো পোশাকে নজর কেড়েছেন তিনি।
গালা পার্টি থেকে বেরিয়ে যাওয়ার আগে ২৯ বছরের অ্যামি ফোটোশ্যুটে অংশ নিয়েছিলেন।
হোটেল মার্টিনজের বিখ্যাত হলেই ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে।
কালো লম্বা গাউনের সঙ্গে, গলা ও কানে হিরের গয়না পরেছিলেন অ্যামি।

স্মোকি চোখের মেক-আপ ও ন্যুড ঠোঁটে সেজেছিলেন তিনি। চুল পিছন দিকে টেনে আঁচরানো ছিল।
২০১৬ সাল থেকে বরাবরই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যায় অ্যামি জ্যাকসনকে।
অর্ধনগ্ন থেকে পুরো নগ্ন, সব কিছু যেন সাবলীল।

সাহসী সত্ত্বাকে ফুটিয়ে তুলতে ন্যুড ফোটোশ্যুটে নেটদুনিয়ায় উত্তাপ ছড়িয়েছেন ব্রিটিশ অভিনেত্রী মডেল অ্যামি জ্যাকসন। পোশাক বলতে গায়ে কিছুই নেই।
নগ্ন হয়েই ক্যামেরার সামনে সাবলীল ভাবে পোজ দিয়েছেন অ্যামি। কখনও নিজের টপলেস ছবি শেয়ার করে আবার কখনও অন্তঃসত্ত্বা অবস্থায় ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন ব্রিটিশ অভিনেত্রী।
অভিনয় জগতে বারবার নিজের দক্ষতা প্রমাণ করেছেন অ্যামি জ্যাকসন।
আদতে বিদেশী মডেল হলেও বলিউড এবং দক্ষিণের তিনি বহু ছবিতে অভিনয় করেছেন।

মাত্র ১৬ বছর বয়স থেকে মডেলিং কেরিয়ার শুরু করেন অ্যামি জ্যাকসন। ‘এক দিওয়ানা থা’ ছবি দিয়ে তাঁর বলিউড জার্নি শুরু হয়।
ওই ছবির পর প্রতীক বব্বরের সঙ্গে নাম জড়িয়ে যায় অ্যামি জ্যাকসনের। শোনা যায় তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন।

দুজনের একে অপরের নাম ট্যাটুও করান। কিন্তু সেই সম্পর্কে স্থায়ী হয়নি। কিছুদিন পরই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
চ্যাম্পিয়ন বক্সার জয় শেলকির্কের সঙ্গেও অ্যামি জ্যাকসনের সম্পর্কের কথা শোনা যায়। অভিনেত্রীর সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

জর্জ প্যানিটুর সঙ্গে অ্যামি জ্যাকসনের সম্পর্কের কথা অজানা নয় কারও।
প্রেমিকের সঙ্গে বিয়ের আগেই তিনি সন্তানের জন্ম দেন। পুত্র সন্তান আন্দ্রিয়াসের জন্মের পর প্রেমিক জর্জের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যামি।
একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়েছেন অ্যামি জ্যাকসন। মিস টিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, মিস টিন লিভারপুল, মিস টিন গ্রেট ব্রিটেন জয়ী হন তিনি।

অক্ষয় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে নজর কাড়েন অ্যামি।
এছাড়াও তাঁকে দেখা গিয়েছে, ‘ফ্রেকি আলি’, ‘তুতাক তুতাক তুতিয়া’ ও আরও বেশ কিছু হিন্দি ছবিতে।
দক্ষিণী ছবির পরিচিত মুখ অ্যামি জ্যাকসন। বহু তামিল, তেলুগু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন অভিনেত্রী। সম্প্রতি ন্যুড ফোটোশ্যুটে নেটিজেনদের নজর কেড়েছেন অ্যামি জ্যাকসন।
নগ্ন হয়েই ক্যামেরার সামনে সাবলীল ভাবে পোজ দিয়েছেন অ্যামি।
স্তনযুগল উন্মুক্ত, দুই হাতের তালু দিয়ে চেপে ধরে সাহসী ছবিতে পোজ অ্যামির।

সারা শরীরে কাপড়ের কোনও চিহ্নই নেই। চকচকে নীল রঙের স্মোকি আই মেক আপ, তার সঙ্গে ঢেউখেলানো চুল, ন্যুড লিপস্টিকে পুরো লাস্যময়ী অ্যামি।
মুহূর্তের মধ্যে ছবিগুলি নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছে।
Discussion about this post