রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বোম ফাটাচ্ছে তেলেগু ছবির হট সেন্সেশন অপ্সরা রানী (Apshara Rani)।
অপ্সরার সেক্সি আবেদনে বুদ হয়ে রয়েছে সিনেমাপ্রেমীরা।
অপ্সরা এমনই একজন নায়িকা যার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার সাত ঘণ্টার মধ্যেই ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে ছিল ১০ হাজার।
নেট দুনিয়ায় বোমা ফাটাচ্ছেন রামগোপাল বর্মার নয়া আবিষ্কার ওড়িশার মেয়ে অপ্সরা রানি!
পরিচালকের নতুন ওয়েব সিরিজ ‘থ্রিলার’-এর নায়িকা অপ্সরা!

এই মুহূর্তে অপ্সরা ছাড়া আর কিছুই বুঝছেন না রামগোপাল! প্রশংসায় পঞ্চমুখ!
ট্যুইটারে লিখেছেন, ” ওড়িশার ট্যালেন্ট নিয়ে আগে কখনও ভাবিনি! কিন্তু অপ্সরা রানিকে দেখার পর সেই ধারনা বদলেছে!”

জন্মসূত্রে ওড়িশার (odisha) মেয়ে হলেও বর্তমানে কর্মসূত্রে অপ্সরা থাকেন হায়দ্রাবাদে (Hyderabad)।
১৯৯৬ সালের ১২ জানুয়ারি দেরাদুনের (Dehradun) জন্ম হয় অপ্সরার।
অভিনেত্রীর আসল নাম অংকেতা মহারানা।

ছোট থেকেই ছিল নায়িকা হওয়ার শখ, তাই ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও পর্দা থেকে দূরে থাকতে পারিনি অপ্সরা।
২০১৯ সালে আর রঘুরাজের (R Raghuraj) রোমান্টিক ড্রামা 4 লেটার্স (4 letters) এর মধ্যে দিয়ে পর্দায় অভিষেক হয় অপ্সরার।

খোলামেলা বোল্ড সিন করতে ভীষণভাবে স্বাচ্ছন্দ অপ্সরা।
বলিউডের পরিচালক রাম গোপাল বর্মা (Ram Gopal Varma) অপ্সরার প্রশংসায় পঞ্চমুখ, ইতিমধ্যে পরিচালকের সাথে থ্রিলার নামের একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন অপ্সরা রানী।

ওয়েব সিরিজটিতে অপ্সরা ছাড়াও অভিনয় করেছিল রক কাচ্চি (Rock kacchi)।
Discussion about this post