রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বলিউডে সেভাবে না দেখা গেলে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়াতে হট অ্যান্ড সেক্সি অবতারে প্রতিনিয়তই নিজেকে মেলে ধরছেন আমিশা।
আমিশা প্যাটেলের শরীরী জাদুতে ঘায়েল ভক্তরা।
বক্ষ-বিভাজিকাই যেন আমিশার ফ্যাশন স্টেটমেন্ট।
উন্মুক্ত বক্ষযুগলের নেশাতেই ঘায়েল ভক্তরা।
‘কহো না প্যায়ার হ্যায়’ ছবি দিয়ে বলি কেরিয়ার শুরু করেছিলেন আমিশা।

তবে চলচ্চিত্রে অভিনয় করে যতটা না সুনাম অর্জন করেছেন তার চেয়ে অধিক বির্তকে নাম জড়িয়েছে আমিশার।
একের পর এক নয়া সম্পর্ক থেকে বিচ্ছেদ বারেবারেই শিরোনামে এসেছেন আমিশা।

প্রযোজক-পরিচালিক বিক্রম ভাটের সঙ্গে দীর্ঘদিন আমিশার সম্পর্ক শোনা গেছে।
আমিশা একটি সাক্ষাৎকারে তাদের রিলেশনের কথা স্বীকারও করেছিলেন।
সূত্রের খবর, বিয়ের বিষয়েও কথা হয়েছিল বিক্রমের সঙ্গে। তবে খুব বেশিদিন এই সম্পর্ক স্থায়ী হয়নি। ৪৫-এ এসেও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন আমিশা।

কীভাবে ধরে রেখেছেন যৌবন, তা জানতেই মুখিয়ে ভক্তরা। ডায়েট এবং ওয়ার্কআউট মাস্ট আমিশার।
নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করেই এই বয়সেও সুপারহট আমিশা।

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বারেবারে প্রমাণ দিচ্ছেন বলি ডিভা আমিশা। প্রতিটি ছবিতেই রীতিমতো আগুন ধরাচ্ছেন অভিনেত্রী।
ভক্তদের হাতছাড়া করতে নারাজ আমিশা। ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। নিজের ইনস্টাগ্রামে প্রায়শই হট ছবি শেয়ার করেন আমিশা।

শেয়ার করা ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে বিকিনি লুকে। এই লুকে তিনি ইন্টারনেটে উষ্ণতা ছড়াচ্ছেন।
আমিশা প্যাটেল বলিউডে যিনি পা রাখার পর থেকেই নিজের বোল্ড লুকে ঝড় তুলেছিলেন, এক কথায় বলতে গেলে সকলকে তাক লাগিয়েছিলেন তা প্রথম ছবিতেই, সেই সুপারস্টার বর্তমানে বি-টাউনে কোণঠাঁসা। তার কারণ কি কেবল সঞ্জয় দত্ত!
সম্প্রতি এমনই খবর শোনা যাচ্ছে বি-টাউনে কান পাতলে। ঝড়ের গতিতে ভাইরা আমিশা প্যাটেল ও সঞ্জয় দত্তের বচসার কাহিনি। ঠিক কী ঘটেছিল! খোলামেলা পোশাক আমিশার জন্য নতুন কিছু নয়।

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিষয়টা হয়ে ওঠে স্পষ্ট। তবে তাঁর এই খোলামেলা পোশাক নিয়েই রীতিমত প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যদিও তাতে বিন্দুমাত্র কান দিতে নারাজ আমিশা।
সঞ্জয় দত্তের সঙ্গেও ঘটে একই কাণ্ড।
এক অনুষ্ঠানে আমিশা প্যাটেল ও সঞ্জয় দত্ত দুজনেই উপস্থিত ছিলেন।
সেখানেই একটু বেশি খোলামেলা পোশাক পরে উপস্থিত হয়েছিলেন আমিশা। যা দেখে বিষয়টা পছন্দ করেননি সঞ্জয় দত্ত।

তিনি উল্টে জানিয়েছিলেন, দোপাট্টা দিয়ে আমিশা যেন নিজের পোশাক ঢেকে নেয়।
তাতেই রেগে গিয়েছিলেন আমিশা।
Discussion about this post