রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
ফের অনুরাগ কশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে সোচ্চার অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh)।
এবার ধর্ষণের অভিযোগ আনলেন বাঙালি অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এই অভিযোগ করা হয়েছে।
শনিবার আচমকাই টুইটারে পায়েল লেখেন, ‘আমি দুই জাতীয় পুরস্কারজয়ী ও তারকা পরিচালকের সঙ্গে দক্ষিণী সিনেমায় কাজ করেছি কিন্তু কেউ আমাকে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টাও করেননি।
বলিউডে তো আমি অনুরাগ কশ্যপের সঙ্গে কাজও করিনি। কিন্তু তৃতীয় দেখাতেই ও আমাকে ধর্ষণ করেছিল। তাহলে বলুন কেন আমি দাক্ষিণাত্যের প্রশংসা করব না…’

বছর দু’য়েক আগে এই পায়েল ঘোষই দাবি করেছিলেন, বন্ধ ঘরে পোশাক খুলে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন অনুরাগ।
পায়েলের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হতেই জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে তাঁকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়।

২০২০ সালের ২২ সেপ্টেম্বর ভরসোভা থানায় গিয়ে অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তা-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেন পায়েল।
এরপরই অনুরাগ কশ্যপকে সমন পাঠায় মুম্বই পুলিশ। টানা আট ঘণ্টা মুম্বইয়ের ভরসোভা থানায় বসে তদন্তকারীদের হাজারও প্রশ্নের জবাব দিতে হয় পরিচালককে।

অনুরাগ মামলায় বিচারের দাবিতে এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও চিঠি পাঠিয়েছিলেন পায়েল।
পায়েল বছর দুয়েক আগে টুইটে নিজের নাম ছাড়াও অনুরাগের শিকারে এনেছেন রিচা চড্ডা, মাহি গিল, হুমা কুরেশির মতো নাম।
যদিও ওই তিন বলি অভিনেত্রীর মধ্যে প্রত্যেকেই এই ঘটনায় অনুরাগেরই পক্ষ নিয়েছেন।
তিন জনেই একই সুরে বলেছেন, অনুরাগের কাছ থেকে কোনও রকম খারাপ ব্যবহার তাঁরা পাননি।

এ বছর বছর দুয়েক কেটে যাওয়ার পর ফের সরব পায়েল।
যদিও দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে হাতে লেখা ছোট্ট একটি অসমাপ্ত সুইসাইড নোটের ছবি পোস্ট করেন পায়েল। পাশাপাশি প্রশ্ন করেন, আচমকা মৃত্যু হলে দায়ী থাকবেন কে?

অনেকেরই দাবি এই মুহূর্তে অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সেই কারণেই কি অসংলগ্ন পোস্ট!
Discussion about this post