Saree Fashion : ট্রান্সপারেন্ট ব্ল্যাক শাড়ি ও বিকিনি টপে প্রায় উন্মুক্ত সুডৌল স্তনযুগল, লেটেস্ট ফটোশুটে শরীরি লাস্যে আগুন ঝরাচ্ছেন Bollywood Actress সিমরন
রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ সিমরন কৌর। নিজের দারুন সব হট ফটোশুট পোস্ট করে নেটিজেনদের তাক লাগিয়ে দেন অভিনেত্রী।
নিজের বোল্ড লুকে রাতের ঘুম উড়িয়ে দেন নিজের অনুরাগীদের। তবে ফটোশুটে বোল্ড অবতারে ধরা দিলেও রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেকখানি পার্থক্য।
নিজের বোল্ড লুকের জন্য বেশ খ্যাত সিমরন কৌর। সিমরন কৌরকে মাঝেমধ্যেই দেখা যায় বোল্ড অবতারে ক্যামেরার সামনে ধরা দিতে।
অর্ধনগ্ন পোশাক উন্মুক্ত বক্ষ নিজের ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে অভিনেত্রী ঘায়েল করেন তার ভক্তকুলকে।
বিকিনি কিংবা খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরতে সিমরন কৌরের জুড়ি মেলা ভার।

নিজের এই খোলামেলা ফ্যাশন স্টেটমেন্টের জন্য বহুবার প্রশ্নের মুখেও পড়েছেন অভিনেত্রী।
সিমরন কৌর নামের সমার্থক হয়ে দাঁড়িয়েছে বোল্ড ফটোশ্যুট।
প্রতিদিনই তিনি খবরের শিরোনামে উঠে আসেন শুধুমাত্র তাঁর পোশাকের জন্য।
তবে এবার সব মাত্রা অতিক্রম করে ফেললেন অভিনেত্রী।
বি-টাউনের অন্যতম হট অভিনেত্রী সিমরন কৌর ( Symran Kaur )।

সিমরন কৌরের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই ধরা পড়ে বিভিন্ন শরীরী আবেদন মাখা ছবি, যা রাতের ঘুম উড়িয়ে দেয় তার অনুরাগীদের।
মাঝে মধ্যেই অর্ধনগ্ন অবস্থায় ছবি ছাড়েন এই অভিনেত্রী। আর সেইসব ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

বিভিন্ন সময়ে আলাদা কারণে শিরোনামে থাকেন এই পাঞ্জাব সুন্দরী।
এই অভিনেত্রী সব সময় ল্যাম লাইটে থাকেন নিজের হটনেসের কারণে।

সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ ভাবে বিচরণ করেন সিমরন কৌর।
মাঝেমধ্যে বিভিন্ন ছবি ছাড়তে থাকেন নিজের, যেই ছবিগুলি দেখে রীতিমতন ঘাম ছুটে যায় তার অনুরাগীদের সাথে বলিউড স্টার দেরও।

সম্প্রতি, সিমরন কৌরের এমনই কিছু ছবি সামনে এসেছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল এর মাধ্যমে, যেখানে একপ্রকার নগ্নভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী।
খোলা পিঠে ক্যামেরার দিকে পেছন দিয়ে রয়েছেন অভিনেত্রী। তার শরীরে নেই কাপড়ের লেশমাত্র।

শুধু গায়ে জড়িয়ে রয়েছে এক টুকরো গেরুয়া তোয়ালে।
সিমরন কৌর নিজের স্নানঘরের অন্দর থেকে এই ছবিটি পোস্ট করেন যা মুহূর্তের মধ্যেই উত্তাপ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ার।
অভিনেত্রীর এই বোল্ড ফটোশ্যুট নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে চর্চা।
কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘তোমার কী জামাকাপড় নেই’, ‘আর কত নিচে নামবে?’

কেউ আবার লিখেছেন, ‘অবিলম্বে এই প্রোফাইল রিপোর্ট করে বন্ধ করানো উচিত’, ‘আমাদের দেশ বদলাচ্ছে’।
Discussion about this post