রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বঙ্গতনয়া মৌনী রায়…
তাঁর মতো লাস্যময়ী সুন্দরী খুব একটা দেখা যায় না! ফিগার তো নয়, যেন বালিঘড়ি…
এবার নীল-সাদা ফ্লোরাল প্রিন্টের বিকিনিতে মারকাটারি ভাইরাল মৌনী।
ফের উষ্ণতা ছড়ালেন মৌনি রায় (Mouni Roy)।
এবার রংবেরংয়ের বিকিনিতে সেজে ওঠেন বাঙালি কন্যা।
মৌনি রায় যখন রংবেংয়ের বিকিনি পরে সমুদ্র সৈকতে হাজির হন, তা দেখে অভিনেত্রীর অনুরাগীদের মনে যেন ঢেউ ওঠে।
মিয়ামি সৈকতে দেখা যায় মৌনিকে।
যেখানকার ছবি শেয়ার করে, ‘হ্যালো মিয়ামি ‘বলে ক্যাপশন যোগ করতে দেখা যায় অভিনেত্রীকে।

নীল আকাশে পাখা মেলেছে মৌনীর ইচ্ছেডানা…
তিনি সুন্দরী, তিনি স্বতন্ত্র…
২০০৭-এ জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’তে অভিনয়ে হাতেখড়ি মৌনীর।

মৌনীর জন্ম কোচবিহারে। ক্লাস টুয়েলভ পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছেন তিনি।
পরে দিল্লি চলে যান।
সেখান থেকে মুম্বই গিয়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন।

সমুদ্রতটে সূর্যস্নাতা মৌনী রায়।
২০০৪-এ ‘রান’ এবং ২০১৬-তে ‘তুম বিন টু’-তে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল মৌনীকে।
অক্ষয় কুমারের ‘গোল্ড’-এ প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি।

বিগ বস সিজন টেন-এও গিয়েছিলেন মৌনী। সেখানেও বেশ নজর কেড়েছিলেন সলমনের।
মৌনী রায় প্রথম থেকেই তাঁর লুক ঘিরে বারে বারে চর্চিত ভক্তমহলে।

নাগিন ধারাবাহিক থেকেই মৌনীকে ঘিরে সিনে পাড়ায় জল্পনা তুঙ্গে।
তাঁর লুক থেকে শুরু করে পারফেকট ফিগারই যেন এক কথায় তাক লাগায় ভক্তদের।
তবে এই শরীরী ভাঁজে যে সর্বদাই তিনি প্রশংসিত এমনটা নন।

বারে বারে তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়েছিল। একবার তাঁর কোমরের সাইজ সামনে আসতেই ওঠে প্রশ্ন।
নেটপাড়া স্পষ্টই জানিয়েছিল, কিছু খাওয়ার কথা। নয়তো তিনি অসুস্থ হয়ে পড়বেন। যদিও মৌনীর এই লুক কম বেশি সকলেরই পছন্দ। এবারও তাঁর ব্যতিক্রম হল না।

সম্প্রতি বিদেশ ট্রিপ থেকে ভাইরাল মৌনী রায়।
সেখান থেকেই বিকিনি লুকে ছবি শেয়ার করতেই নেটপাড়ার প্রশ্ন- ঠিক যেন অ্যানিমেটেড পাবজি গার্ল।
শরীরী ভাঁজে এমনই লাগে এদিন মৌনীকে।ঝড়ের গতিতে ভাইরাল এই ছবি।

যদিও মৌনীর ক্ষেত্রে বিশেষত্ব তাঁর এই পারফেক্ট ফিগার লুকই।
চলতি বছর দুটি আইটেমডান্সে নজর কাড়েন সেলেব। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।

#mouniroynambiar
Discussion about this post