বিতস্তা সেন। কলকাতা সারাদিন।বাংলা ছবির দর্শক তাঁকে দেখেছে ২০১৩ সালেই। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত কমেডি ফিল্ম ‘ডামাডোল’-এর কথা মনে আছে! ওই ছবিতে একটি আইটেম নম্বরে বেশ নজর কেড়েছিলেন ইনি। নাম নীহারিকা রাইজাদা। এর পর আবার তাঁকে দেখা যায় নীরজ ঘেওয়ান পরিচালিত ‘মশান’ ছবিতে। তবে পার্শ্ব চরিত্রে।মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন ‘সূর্যবংশী’ খ্যাত অভিনেত্রী নীহারিকা রাইজাদা। মলদ্বীপ থেকে নীহারিকা নিজেই একাধিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।নীহারিকা রাইজাদার বিকিনি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, ইনিই হলেন সেই যিনি ২০১০ সালে Miss India UK-এর খেতাব জিতে নিয়েছিলেন, আবার, ২০১০-এই Miss India worldwide-এ রানার্সআপ হয়েছিলেন নীহারিকা রাইজাদা। নীহারিকা কিন্তু ভারতীয় নাগরিক নন, উনি লুক্সেমবার্গ-এর নাগরিক।বেশকিছু বলিউডের ছবিতে অভিনয় করেছেন নীহারিকা। ২০১৬ সালে ‘ওয়ারিয়র সাবিত্রী’ বলে একটি ছবিতে অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছিলেন তিনি।নীরজ ঘেওয়ান পরিচালিত ‘মশান’ ছবিতেও দেখা গিয়েছিল নীহারিকাকে। তবে পার্শ্ব চরিত্রে। ২০১৩ সালেই নীহারিকাকে দেখেছিল দর্শক। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত বাংলা কমেডি ছবি ‘ডামাডোল’-এ আইটেম নম্বরে দেখা গিয়েছিল তাঁকে। নীহারিকা রাইজাদা হলেন খ্যাতনামা সঙ্গীত পরিচালক ও পি নায়ারের নাতনি। নীহারিকা বলেন, ‘ট্রোলিং ভালো এবং খারাপ উভয়ই। যে কেউ নিজের মতামত জানাতে পারেন। কেউ যদি আমাকে পছন্দ করেন, প্রশংসা করতে চান তারা তা করতেই পারেন। আর কেউ যদি তা না করেন তাতেও কোনও অসুবিধা নেই। তবে লোকে আমাকে সবসময় সেক্সি বলে।’
Nusrat faria : ডিপ নেক সুইমস্যুটে উন্মুক্ত বক্ষ-বিভাজিকা ও নিতম্বের ট্যাটু, রমজান মাসে উত্তেজক ছবি পোস্ট করে ট্রোলের মুখে Bangladeshi Tollywood Actress নুসরাত ফারিয়া
সামনেই ইদ। চলছে পবিত্র রমজান মাস। আগামী মাসে ইদে মুক্তি পাবে নুসরত ফারিয়ার নতুন গানের মিউজ়িক ভিডিয়ো।‘বুঝি না তো তাই’...
Read more
Discussion about this post