তিনি স্টারকিড। তবে সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়নি তাঁর। কথা হচ্ছে অভিনেত্রী পলক তিওয়ারির।
মা শ্বেতা তিওয়ারি বলিপাড়ায় বেশ পরিচিত মুখ। তবে মেয়েকে একা হাতে মানুষ করতে কম পরিশ্রম করতে হয়নি তাঁকে।
খুব অল্প বয়সে বিয়ে করেন শ্বেতা। খুব অল্প বয়সে মা হন। স্বামীর সঙ্গে সম্পর্ক ভাল ছিল না। কিছু বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
এর পর থেকে একা হাতেই মেয়েকে মানুষ করেন শ্বেতা।
মায়ের মতো মেয়েরও ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। সেই ইচ্ছে ক্রমশ পূরণ হওয়ার পথে।
ইতিমধ্যেই ‘বিজলি বিজলি’ নেচে ট্রেন্ডিং পলক। বলিপাড়ায় তিনি এখন নতুন সেনসেশন।
সম্প্রতি শাড়িতে তিনি টেক্কা দিয়েছেন বলিউডের তামাম স্টারকিডদেরও।

নেটিজেনদের একাংশের মতে পলকই এখন বলিপাড়ার নতুন দেশি গার্ল।
শ্বেতা তিওয়ারি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সে নিয়ে সন্দেহের অবকাশ নেই।
তবে তার মেয়ে হিসেবে পালক যে সেলেব কিড হিসেবেই পরিচিত নেটদুনিয়ায়, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি নেহাতই কম সক্রিয় নন।
ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো, তার ঝলক অবশ্য মিলবে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

প্রায়ই একাধিক বোল্ড ফটোশুটে অংশ নিতে দেখা যায় তাকে, যার রীতিমতো রাতের ঘুম কাড়ে তার ভক্তদের।
সম্প্রতি পালকের তেমনি ফটোশুটের কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে, যার সূত্রেই চর্চায় তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া পালকের সাম্প্রতিক লুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছে গিয়েছে নেটজনতার অধিকাংশের কাছে।
এই মুহূর্তে তার সেই লুকই তুমুল উষ্ণতা ছড়িয়েছে চারিধারে।
ছবিতে অভিনেত্রী কন্যাকে ব্যাকলেস, জমকালো ব্রা-লেট ও সবুজ রঙের ঢিলা ঢালা প্যান্টে দেখা গিয়েছে।

এই পোশাকে একেবারে মেসি লুক ক্যারি করেছেন তিনি।
পাশাপাশি নিজের চোখে মুখে রেখেছিলেন আবেদনের ছাপও, যা তার ভক্তদের রাতের ঘুম করার জন্য যথেষ্ট।
নেটদুনিয়ায় পালকের অনুরাগীরা তার এই সাম্প্রতিক রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন, তার ঝলক অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে।

বলাই বাহুল্য, অভিনয় দুনিয়ায় পুরোপুরি আসার আগেই নেটনাগরিকদের উপর নিজের একটা আধিপত্য তৈরি করে ফেলেছেন শ্বেতা কন্যা পালক তিওয়ারি।
Discussion about this post