শকুন্তলার সাজে আসতে চলেছেন সামান্থা রুথ প্রভু। পৌরাণিক এই চরিত্রে ধরা দেবেন নায়িকা।
গুণশেখর পরিচালিত এই ছবির বিষয়বস্তু কবি কালিদাসের ‘অভিজ্ঞানম শকুন্তলম্’ কাব্য।
প্রতিদিন একটু একটু করে ছবির বিশেষ চমক প্রকাশ করছেন নির্মাতারা।
দর্শকদের উন্মাদনা ক্রমেই তুঙ্গে উঠছে এই ছবি ঘিরে।
প্রেমের প্রতীক এই কাব্যকে সেলুলয়েড বন্দি করতে কোনও কার্পণ্য থাকছে না।

ছবির সেট, কুশীলবদের পোশাক, সজ্জা-খেয়াল রাখা হচ্ছে খুঁটিনাটির দিকে।
শকুন্তলার বেশে সালঙ্কারা সামান্থার একাধিক পোস্টার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পিরিয়ড মুভির পোশাক ও অলঙ্কার তৈরি করেছেন নামী ডিজাইনার নীতা লুল্লা। আসল সোনা ও হিরে দিয়ে তৈরি করা হয়েছে শকুন্তলার অলঙ্কার। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই ছবিতে সামান্থা সাজছেন ১৪ কোটি টাকা মূল্যের সোনা ও হিরের অলঙ্কারে।
ছবিতে সামান্থার বিপরীতে রাজা দুষ্মন্তর চরিত্রে অভিনয় করছেন দেব মোহন। এছাড়াও ছবিতে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা যিশু সেনগুপ্ত।
তিনিও শেয়ার করেছেন এই ছবিতে তাঁর লুক। তাঁর মেকআপ দেখেও ভক্তরা মুগ্ধ।

এছাড়াও এই ছবিতে দেখা যাবে অদিতি বালান, অনন্যা নগল্লা, মোহন বাবু এবং গৌতমী। কিন্তু বিস্ময়কর তথ্য হল, এই ছবিতে প্রথমে অভিনয় করতে চাননি সামান্থা রুথ প্রভু।
দ্য ফ্যামিলি ম্যান টু-এর শ্যুটিং শেষ হওয়ার পরই সামান্থার কাছে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে।

দুটি চরিত্র এতটাই আলাদা যে সামান্থা ভেবেছিলেন তিনি হয়তো নিজের মানসিক রূপান্তর ঘটাতে পারবেন না।
তবে পরে অপ্সরা মেনকাকন্যা শকুন্তলার ভূমিকায় অভিনয় করতে তিনি রাজি হন।

গুণশেখর প্রযোজিত ও পরিচালিত এই ছবি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে হিন্দি, তামিল, কন্নড় ও মালয়লম ভাষায়।
Discussion about this post