রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা।
ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ।
একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।
ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী।
তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।

১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি।
ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা।
নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়।
তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ।

নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যাও চোখে পড়ার মতো।
নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়।
৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে।
আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও।

সম্প্রতি নিজের শেয়ার করে নেওয়া রিল ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় তিনি।
সাম্প্রতিক ভাইরাল হওয়ার ভিডিওতে অভিনেত্রীকে সাদা ব্রালেটে হোলি খেলতে দেখা গিয়েছে।

সাথে পরেছিলেন দুধ সাদা শাড়িও। খোলা চুলে, মানানসই অলংকারে অভিনেত্রীর চোখে ছিল রোদচশমা।
বলাই বাহুল্য, এই বেশেই হোলির দিন বানিয়েছেন একাধিক ইনস্টারিল ভিডিও।

আপাতত, অভিনেত্রীর সেই বোল্ড শাড়ি লুক নজর কেড়েছে নেটদুনিয়ার একাংশের।
তাপমাত্রা বাড়িয়েছেন ভক্তদের মনেরও।

পাশাপাশি চর্চার আলোতেও নিয়ে এসেছে তাকে।
এখন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার বোল্ড হোলি লুকের ঝলক মিলবে।
Discussion about this post