নিকি তাম্বলি হিন্দি টেলিভিশন জগত্-এর অন্যতম পরিচিত একজন অভিনেত্রী।
২০১৭ সাল থেকে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি।
মডেলিং দিয়ে শুরু করলেও পরে অভিনয় জগত্-এ অভিনেত্রী হিসেবেই নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি।
দক্ষিণী ইন্ডাস্ট্রির সূত্র ধরেই অভিনয় জীবন শুরু হয়েছিল তার।
‘কাঞ্চনা ৩’এ অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি হিন্দি টেলিভিশন জগত্-এ সফলতার সাথে কাজ করে চলেছেন, তার ঝলকও তার সোশ্যাল মিডিয়ার পাতায় মিলবে।

উল্লেখ্য, ২০২০ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’এ অংশ নিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
সেখান থেকেই দর্শকদের মাঝে এক বিপুল পরিচিতি পান অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। তিনিও ভীষণভাবে সক্রিয় থাকেন নেটদুনিয়ায়।
প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিকি তাম্বলি। তাকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন তার অসংখ্য ভক্তরাও।

নিজের ভক্তদের নিরাস করেন না অভিনেত্রী। তিনিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতি মুহূর্তে সংযোগ রেখে চলেন নেটিজেনদের সাথে।
অভিনয়ের পাশাপাশি একাধিক সাহসী ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন তিনি।
তার একাধিক ঝলক রয়েছে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে এই মুহূর্তে একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চার আলোয় এই অভিনেত্রী।

সাম্প্রতিক ঝলকটি ‘পিআর বলিউড’ থেকে কয়েক ঘন্টা আগেই শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানে যা নজর কেড়েছে অনেকের। এই ঝলকে অভিনেত্রীকে ‘যোগীরা সারা রা রা’র প্রিমিয়ারে নজর কাড়তে দেখা গিয়েছে।

এদিন নিকি একটি অফশোল্ডার কালো স্কিনটাইট ড্রেসেই হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। পোজও দিয়েছিলেন পাপারাজিত্দের ক্যামেরার সামনে।
এদিন তাকে পোশাক নিয়ে ক্ষণিকের জন্য অস্বস্তিতেও পরতে দেখা গিয়েছিল। ক্যামেরার সামনেই পোশাক ঠিক করতে দেখা গিয়েছিল তাকে।

তবে তারকা জগত্-এর সদস্য হওয়ার সুবাদে এই ধরনের পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রণে আনতে জানেন তিনি। দক্ষতার সাথে সেই পরিস্থিতিও সামলে নিয়েছিলেন অভিনেত্রী।
আপাতত, তার সেই ঝলকই এই মুহূর্তে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।
আর সেই সূত্রেই তিনি আবারো একাংশের মাঝে চর্চিত হচ্ছেন।
Discussion about this post