রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বিকিনিতে সমুদ্র সৈকতে খোলামেলা ফটোশুট নয়।
এমনকি ব্লাউজ খুলে শাড়ি মডেলিং নয়।
রীতিমতো ট্র্যাডিশনাল কায়দায় শাড়ি পরেই বাঙালি পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি।

তিনি রূপসা সাহা।
পুরো নাম রূপসা সাহা চৌধুরী।

কলকাতার এই সুন্দরী বঙ্গলনা আধুনিক বিকিনি এবং পাশ্চাত্য পোশাকের ফ্যাশনের মধ্যেও শাড়িকেই নিজের গ্ল্যামার তুলে ধরার মাধ্যমে হিসেবে বেছে নিয়েছেন।

instagram এবং facebook এর পাশাপাশি youtube এ নিজস্ব চ্যানেল রয়েছে রূপসার।
সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রয়েছে বিপুল সংখ্যক ফ্যান ফলোয়ার।

রূপসার বাঙালি শাড়ির ভাঁজে ঢাকা রহস্য সন্ধানে মজে থাকা সেই লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার।

তার যেকোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্র ভাইরাল করে ফেলেন চোখের নিমেষে।
Discussion about this post