বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
দুবাইতে নতুন বছর উদযাপন করেছেন আরিয়ান খান (Aryan Khan) ও সুহানা খান (Suhana Khan)।
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। নিউ ইয়ার পার্টিতে আরিয়ান খানকে দেখা যায় বলিউডের ডান্সিং ডিভা নোরা ফতেহির সঙ্গে।
দুজনের ছবি দেখে নেট দুনিয়ায় গুঞ্জন রটে যে, তাঁরা ডেটিং করছেন একে অপরকে।
ফের শাহরুখ পুত্র আরিয়ানের নতুন সম্পর্কের গুঞ্জন রটল।
এবার এক অভিনেত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি হলেন আরিয়ান খান। অভিনেত্রীর নাম নেহা মালিক। দুজনের সাম্প্রতিক ছবিতে মজেছে নেট দুনিয়া।

গুঞ্জন রটেছে যে, এই নায়িকার সঙ্গে ডেটিং করছেন আরিয়ান।
নতুন সম্পর্কে আরিয়ান খান?নেহা মালিক নিজে আরিয়ানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করলেন।
ছবিতে তাঁকে ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে আরিয়ান খানের সঙ্গে। শাহরুখ পুত্রকে দেখা গিযেছে মেরুন রঙের টি শার্ট, নীল জিনস এবং সাদা ব্লেজারে।

অন্যদিকে, নেহা মালিকের পরনে ডিপ নেক পোশাক। দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।সিরিজ এবং ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।
অন্যদিকে, আরিয়ান খান বি টাউনে নিজের কেরিয়ার গড়ছেন ক্যামেরার পিছনে। ছবি পরিচালনায় আসতে চলেছেন তিনি।ফিল্ম জগতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ার মাধমে মানুষের সামনে আসে।

মানুষও তাঁদের প্রিয় তারকাদের সম্পর্কে জানতে বেশ আগ্রহী থাকেন। বলিউড বা দক্ষিণী ছবি নিয়ে অনেক খবরই প্রকাশ্যে আসে রোজ।
তবে আজ বলিউড ছেড়ে কথা বলবো ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি (Bhojpuri Film Industry) নিয়ে। ভোজপুরী সিনেমার তারকাদের মধ্যে অনেকেই বেশ জনপ্রিয়।
তাঁর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী নেহা মালিক (Actress Neha Malik)।
ভোজপুরি সিনেমার অন্যতম একজন জনিপ্রিয় অভিনেত্রী নেহা মালিক। যিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) সক্রিয় থাকতে পছন্দ করেন।

রয়েছে নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। যেখানে তিনি নিজের ছবি পোস্ট করে থাকেন। ভক্তরা সেই ছবিগুলি বেশ পছন্দ করেন।
তবে সম্প্রতি নেহার এমন কিছু ছবি প্রকাশ্যে (Neha Malik Pics) এসেছে, যা দেখলে চোখ কপালে উঠবে আপনার। কি সেই ফটো? চলুন বিস্তারিত জেনে নিন।

আসলে গত রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায়র হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নেহা। ছবিগুলি দেখে ভক্তরা খুব অবাক হয়েছেন।
কেননা ছবিতে তাঁকে খুবই হট দেখতে লাগছে। যা অনেকের নজর কেড়েছে। এই ছবি অনেককেই পাগল করে তুলেছে। একাদিক পোজে দেখা যাচ্ছে নেহাকে।

ভক্তরা ছবিগুলি বেশ পছন্দ করেছেন। অনেকে আবার নানা কমেন্ট করেও ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীর পোস্ট।
Discussion about this post