সামনেই ইদ। চলছে পবিত্র রমজান মাস।
আগামী মাসে ইদে মুক্তি পাবে নুসরত ফারিয়ার নতুন গানের মিউজ়িক ভিডিয়ো।
‘বুঝি না তো তাই’ শীর্ষক এই গানে ফারিয়াকে দেখার জন্য অনুরাগীদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে।
ইতিমধ্যেই গানের ঝলক সমাজমাধ্যমে দেখা গিয়েছে।
সম্প্রতি, এই গানে নিজের একটি লুকের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘বস ২’-এর অভিনেত্রী। আর তাতেই বেজায় চটেছেন অনুরাগীদের একাংশ।

ছবি ছড়িয়ে পড়তেই ধেয়ে এলে কটাক্ষের তির। নুসরতের পোস্ট করা ছবিতে অভিনেত্রীকে সমুদ্রসৈকতে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
পরনে রয়েছে নীল সুইম স্যুট। কোঁচকানো সেই পোশাকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বক্ষ বিভাজিকা। কোমরে জড়ানো ফ্লোরাল র্যাপার।

ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে বাম ঊরু। সেখানে শোভা পাচ্ছে নজরকাড়া ট্যাটু।
ছবির ক্যাপশনে মজা করে ফারিয়া লিখেছেন, ‘‘আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। কিন্তু আমার ব্যক্তিত্ব ৬ ফুট ১ ইঞ্চি।’’ সঙ্গে দিয়েছেন মজাদার ইমোজি।

অভিনেত্রীর এই ছবি সমাজমাধ্যমে পোস্ট করা উচিত নয় বলেই মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ।ফলে সামালোচনায় বিদ্ধ হচ্ছেন ফারিয়া।
এই ছবি দেখেই এক অনুরাগীর প্রশ্ন, ‘‘রমজান মাসে এই ছবিগুলো না দিলেই কি নয়।’’

কেউ আবার লিখেছেন, ‘‘এই ছবি পোস্ট করে কী ভাবে নিজের ব্যক্তিত্ব মাপবেন আপনি।’’
কারও মন্তব্য, ‘‘একটু বেহায়া হলে দুনিয়াতে সেলিব্রিটি হওয়া যায়। আর সেটা থেকে বিরত থাকলে মৃত্যুপরবর্তী জীবনে সেলিব্রিটি হওয়া যায়। এ বার আপনি সিদ্ধান্ত নিন, কোন পথে এগোতে চান।’’
কেউ আবার অভিনেত্রীর এই পোশাককে বলিউড অভিনেত্রী ঊর্বশী রউতেলার সঙ্গেও তুলনা করেছেন।
কিছুদিন আগে কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ এর শুটিং শেষ করেছেন নুসরাত। জি-ফাইভের ব্যানারে কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীর এই ওয়েব সিরিজে নুসরাতকে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
নুসরাত অভিনীত ‘আবার প্রলয়’ নির্মাতার ‘প্রলয়’ সিনেমার দ্বিতীয় পর্ব।
পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে ২০১৩ সালে রাজ ‘প্রলয়’ নির্মাণ করেছিলেন। এবারে সিনেমাটি মুক্তি পাবে ওটিটিতে।
নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।
মাঝেমধ্যেই তাঁর পোশাকের দৌলতে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হন ফারিয়া।
যদিও অভিনেত্রী শুরু থেকেই কোনও রকম বিতর্ক বা কটাক্ষকে পাত্তা দিতে নারাজ।

আগামী জুন মাসে এ পার বাংলায় মুক্তি পাবে ফারিয়া অভিনীত ছবি ‘বিবাহ অভিযান ২’।
Discussion about this post