রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
দেবচন্দ্রিমা সিংহ রায় ( Debchandrima Singha Roy )।টেলিপাড়ার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়।
সিরিয়ালের দৌলতে অভিনেত্রী যথেষ্ট পরিচিতি পেয়েছে।
এমনিতেই বিভিন্ন সময় নিজের ফটোশ্যুটের ছবি দিয়ে থাকেন দেবচন্দ্রিমা। কিন্তু অভিনেত্রীর নতুন এই ছবি দেখে ঘুম উড়েছে নেটনাগরিকদের।
সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনেত্রী সকলের মন জয় করেছিলেন।
এখন কোনও ধারাবাহিকে তাঁকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণভাবে সক্রিয়।
ক্যালেন্ডারের পাতা বলছে তিনি ২৩-এ পা দিলেন। তবে এই কয়েকটা বসন্তের মধ্যে একগুচ্ছ সাফল্য যুক্ত হয়েছে তাঁর ঝুলিতে। কেরিয়ার তাঁর মধ্যগগনে।

টেলিভিশন, ওটিটি থেকে ফ্যাশন ফটোশ্যুট- সব কিছুই জমিয়ে করছেন তিনি। এছাড়াও দেবচন্দ্রিমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে।
সেই চ্যানেলের জন্য জমিয়ে ভ্লগিংও করেন তিনি। মাত্র ২৩ বছর বয়সের মধ্যে শহরের নামী বহুতলে নিজের ঝাঁ চকচকে ফ্ল্যাট, দামি গাড়ি…একে একে নিজের স্বপ্নপূরণের দিকে এগিয়ে চলেছেন সিঙ্গুরের কন্যা দেবচন্দ্রিমা।

খুব কম বয়স থেকেই উপার্জন করে সাবলম্বী তিনি। সারাক্ষণ নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখতে ভালবাসেন।
আর কাজ, শ্যুটিং এর বাইরে যেটুকু সময় থাকে সেই সময়টা তাঁর কাটে বাড়ির দুই পোষ্যর সঙ্গে।

বরাবর সাবলম্বী হওয়ার এবং নিজেকে ভালবাসার কথা বলেন দেবচন্দ্রিমা। তাঁর প্রেম জীবন নিয়েও নেহাৎ কম চর্চা হয় না, তবে সে সবে পাত্তা দিতে নারাজ ‘সোজাসাপটা’ দেবচন্দ্রিমা।
এবার জন্মদিনে শহর ছেড়ে বিদেশের নীল সমুদ্র তীরেই জন্মদিন উদযাপন করছেন দেবচন্দ্রিমা।

মাঝসমুদ্রে নৌকা চালানোর একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি। পোস্ট করেছেন ছবিও। ঘন নীল রঙা মনোকিনিতে নীল সমুদ্রের পাড়ে বসে তিনি সমুদ্রের শোভা উপভোগ করছেন।
সোশ্যাল মিডিয়ায় এই বোল্ড আর হট ছবি আপলোড হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মনোকিনিতে নায়িকাকে যে অসম্ভব সুন্দরী লাগছে তা নিয়ে কোনও দ্বিমত নেই।

নিজের মেদহীন শরীর দারুণ ভাবে ফ্লন্ট করেছেন তিনি। কোথাও ঘুরতে যাওয়ার আগে ফ্যাশান নিয়েও ভীষণ সচেতন থাকেন দেবচন্দ্রিমা।
জুতো, পোশাক, টুপি, সানগ্লাস, জ্যাকেট…. সব কিছুই একেবারে পারফেক্ট চাই তাঁর। প্রকৃতি অনুযায়ী সেই রকম রঙের পোশাকও তিনি বেছে নেন।

আর সব মিলিয়ে তাঁকে যে চরম সুন্দরী লাগে তা নিন্দুকেরাও এক কথায় মেনে নেবেন।বুধবার সকালে অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তা দেখে নেটিজেনদের মনে ঝড় উঠেছে।
অভিনেত্রী পরে রয়েছেন মাল্টি কালারের মনোকিনি। উন্মুক্ত কোমরের কাছে বাঁধা দড়ি।
তাঁর মেদহীন ধবধবে সাদা কোমর দেখে নেট দুনিয়ার পারদ চড়ছে।

অভিনেতা রিজওয়ান রব্বানি শেখের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের কথা গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রি জানে।
অভিনেতা সায়ন্তর সঙ্গে ব্রেকআপের পর অভিনেত্রী রিজওয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান।
এরই মাঝে দেবচন্দ্রিমার সঙ্গে ক্রমেই বন্ধুত্ব গাঢ় হচ্ছে দেবলীনা কুমারের।
একসঙ্গে জিম যাওয়া থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবই নাকি করছেন তাঁরা একসঙ্গে। শোনা যাচ্ছে, আজকাল একে অপরকে চোখে হারাচ্ছেন এই দুই অভিনেত্রী।

দেবলীনা ও দেবচন্দ্রিমার বন্ধুত্বের শুরু ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের সেটে।
সেখানে খলনায়িকার চরিত্রে অভিনয় করেন দেবলীনা কুমার, আর দেবচন্দ্রিমা ছিলেন নায়িকা।
টেলিভিশনের পর্দায় একজন নায়িকা, অন্যজন খলনায়িকা হলেও বাস্তবে তাঁদের বন্ধুত্বে কোনও বাধা পড়েনি। ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকটি শেষ হয়েছে কয়েকমাস হল।

শ্যুটিং শেষ হলেও বন্ধুত্ব বজায় রয়েছে দুই অভিনেত্রীর। এখসঙ্গে জিম করা থেকে বেড়াতে যাওয়া, প্রায়দিনই একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের।
Discussion about this post