বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
বাংলা ধারাবাহিকের জনপ্রিয় ভিলেনদের মধ্যে এই মুহূর্তে অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে (Indrakshi Dey) ওরফে ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) -র আর্যার নামও আসে।
নিজের অভিনয় দক্ষতায় দর্শক মনে যথেষ্ট নেটিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পেরেছেন তিনি।
মডেলিং ও বিজ্ঞাপনের কাজ দিয়েই যাত্রা শুরু করেছিলেন ইন্দ্রাক্ষী।
এরপর, একের পর এক ‘খল নায়িকার’ চরিত্রে নজর কেড়েছেন সকলের।
মেগা সিরিয়ালে তাঁকে নিয়ে এক রকমের ধারণা রয়েছে দর্শকদের।

তবে অনেকেরই অজানা, ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই ভিন্ন।
কাজের জন্য কলকাতায় একা থাকেন অভিনেত্রী। একা হাতেই সামলান ঘরের সব কাজ। ইন্দ্রাক্ষী দে-র সোশ্যাল পেজে উঁকি মারলে তাঁকে দেখা যায় একেবারে ‘হট অ্যান্ড বোল্ড’ অবতারে। আর তাতেই নেটিজেনরা ভার্চুয়াল ভালোবাসায় ভরিয়ে দেন তাঁকে।
..
তাঁর লেমন ইয়লো বিকিনি পরা ছবিতে নেট পাড়ার উষ্ণতার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। শ্যুটের স্বার্থে চোখে মুখে রয়েছে মোহময়ী অ্যাটিটিউড। অন্য ছবিতে আবার প্রিন্টেট বিকিনিতে স্যুইমিং পুলে তাঁর ছবি ও ভিডিয়ো দেখে ক্রমশই বাড়ছে অনুরাগীদের সংখ্যা। ইন্দ্রাক্ষীর আরও একটি লাস্যময়ী ছবি নেট পাড়ায় রীতিমতো চর্চায়। ছবিতে টম্যাটো লাল রঙা ড্রেসে বাথ টাবে রয়েছেন তিনি। সাবানের জলের ওপর ছড়ানো গোলাপ। বড় পর্দার জন্য অডিশন দিয়ে সিলেক্ট হয়েও কিছু সমস্যার জন্য ছবিতে কাজ করার সুযোগ মেলেনি এখনও। আর তা নিয়ে যথেষ্ট আক্ষেপ আছে ইন্দ্রাক্ষীর।
তবে ‘ঝুমুর’, ‘হৃদয়হরণ বি.এ পাশ’, ‘জয় কনহাইয়া লাল কি’ ধারাবাহিকে তাঁকে দেখা গেলেও ‘যমুনা ঢাকি’ -তে তাঁর করা ‘আর্যা’ চরিত্রটি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে।

টিআরপি লিস্টেও গত কয়েক সপ্তাহ ধরে ‘যমুনা ঢাকি’ থাকছে প্রথম তিনে।

একথা বলাই বাহুল্য ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠছেন সকলের অপছন্দের আর্যা। (সমস্ত ছবি সৌজন্য: ইন্দ্রাক্ষীর ইন্সটাগ্রাম ও ফেসবুক প্রোফাইল)
Discussion about this post