বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
টলিউডের প্রথম অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)।
মডেলিং দিয়ে ক্যারিয়ার জীবন শুরু করেছেন এই অভিনেত্রী।
একের পর এক ধারাবাহিকে কাজ করে এপার বাংলার গণ্ডি পেরিয়ে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেনি এই অভিনেত্রী।
স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিক অভিনয় করার পর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে এই অভিনেত্রীর।
যদিও এখন আর সেরকম ভাবে ধারাবাহিকে কাজ করেন না তিনি। এখন বড় পর্দার সফল একজন অভিনেত্রী হিসেবে পরিচিত মধুমিতা সরকার।
হাতে এক গুচ্ছ কাজ থাকায় এখন খুবই ব্যস্ত এই অভিনেত্রী। সিনেমার পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন তিনি।

আপাত দিনে ব্যস্ত রয়েছেন তার আপকামিং সিনেমা ‘চিনি 2’-এর শুটিং নিয়ে।
গত ১৪ ই মার্চ এই সিনেমা শুভ মহরত হয়। মহরতের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী তার অনুরাগীদের সাথে শেয়ার করেছেন।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক একটিভ এই অভিনেত্রী। হামেশাই নানান ফটো শুটের ছবি আপলোড করে থাকেন তিনি।

গত সোমবার অভিনেত্রী মধুমিতা সরকার ‘মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস’-এর লুক ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। আর সেই ছবি দেখে উত্তেজনার ঝড় উঠেছে অনুরাগীদের মনে।
মধুমিতা সরকারের আপলোড করা ছবিতে তাঁকে একটি গ্রে রঙের গাউন পরা অবস্থায় দেখা যায়।
গাউনটি ছিল হাই-থাই স্লিটেড এবং গাউনের নেকলাইন ছিল ডিপ।

পুরো গাউন জুড়ে ছিল সিকুয়েন্সের কারুকার্য। গাউনের উপরের অংশটি বডিকন হলেও নিচের অংশটি ছিল ফ্লেয়ারড।
গাউনটি হাই-থাই স্লিটেড হওয়ার কারণে মধুমিতার বাম পায়ের অধিকাংশটাই ছিল উন্মুক্ত, যার কারণে মধুমিতা থাইয়ের ট্যাটু স্পষ্ট বোঝা যাচ্ছিল।
এই গাউনটি ডিজাইন করছেন ফ্যাশন ডিজাইনার মাধব সরকার (Madhab Sarkar)।
এদিন পোশাকের সাথে মানানসই মেকআপ করেছিলেন মধুমিতা। খোলা চুলে ছিল হালকা কার্ল।
এছাড়া মধুমিতার কানে স্টোন স্টাডেড ইয়ারিং এবং মধুমিতার পায়ে রয়েছে স্টোন স্টাডেড মেটালিক সিলভার পাম্প হিলস লক্ষ্য করা গিয়েছে।
মধুমিতা তার এই নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তার ক্যাপশনে সোনালি রঙের তারার ইমোজি দিয়েছেন।

প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর যেমন অনুরাগী থাকে তেমন সমালোচকও থাকে। মধুমিতা সরকারের ক্ষেত্রেও তার বিকল্প হয়নি।
মধুমিতার আপলোড করা ছবিতে তাঁর অনুরাগীরা যেমনভাবে তার রূপের প্রশংসা করেছে ঠিক তেমন ভাবে সমালোচকরা তার বডি সেমিং করতেও ছাড়েনি।

মধুমিতা সরকার অত্যন্ত সাহসী একজন অভিনেত্রী হওয়ায় সমালোচকদের কখনোই পাত্তা দেননি তিনি।
মধুমিতার আপলোড করা ছবির কমেন্ট সেকশনে বেশ কিছু জন মধুমিতা কে বলিউড তারকা অনন্যা পান্ডে (Ananya Pandey)-র মোডিফায়েড ভার্সন বলে তুলনা করেছে।

বর্তমানে এই অভিনেত্রীর হাতে একগুচ্ছ কাজ রয়েছে। যে কারণে এখন বেজায় ব্যস্ত এই অভিনেত্রী।
Discussion about this post