সোশ্যাল মিডিয়ায় নিত্য আসা যাওয়া অভিনেত্রীর, সেখানেই তিনি নিজের নয়া লুকের ছবি শেয়ার করে থাকেন।
এবার নিজের ইনস্টাগ্রামের পাতায় অভিনেত্রী পুলের জলে গা ভেজানো ছবি পোস্ট করেছেন।
টেলিভিশনের সুন্দরী ও ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে শ্রীমা ভট্টাচার্য একজন,
তিনি সৌন্দর্যের কারণে প্রায় সময়েই কোনও না কারণে খবরের শিরোনামে থাকেন।
বর্তমানে অভিনেত্রী ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অভিনয় করে সিরিয়াল প্রেমীদের অবাক করে দিচ্ছেন।
শ্রীমা কালার্স বাংলার মহাপ্রভু শ্রীচৈতন্য ও সান বাংলার বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে অভিনয় করে সকলের নজর কেড়েছেন।
সৈকতের ধারে দাঁড়িয়ে মিষ্টি হাসি দিয়ে পোজ দিচ্ছেন টেলি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য।
লাল ও হলুদ কুর্তিতে দারুণ গ্ল্যামারাস শ্রীমা, তাঁর রূপের নজরে কাত হয়ে থাকেন আট থেকে আশির অনুগামীরা।
Discussion about this post