রেল লাইনের ওপর বসে আড্ডা! ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন যুবকের। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের হোকদহ প্রথমখন্ড এলাকায়। মৃত ব্যক্তিরা যথাক্রমে কমলেশ বর্মন, দয়াল বর্মন ও রঞ্জিত বিশ্বাস। তারা সকলেই সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা ছিলেন। এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন রাতে রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন ওই তিন ব্যক্তি। সে সময় রাত আনুমানিক ১১ টা নাগাদ শিলিগুড়ি থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেন তাদের ধাক্কা মারে। স্হানীয় বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, বামনহাট গামী প্যাসেঞ্জার ট্রেন বামনহাটের দিকে চলে যাওয়ার পর রেললাইনে তাদের ছিন্নভিন্ন দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় স্থানীয় সাহেবগঞ্জ থানা ও রেলপুলিশ। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কোচবিহার মেডিকেল কলেজে।
Coromandel express accident: ভাগ্যক্রমে বেঁচে ফিরলেন করমন্ডল এক্সপ্রেসের যাত্রী সোনারপুরের সুকান্ত
রোজগারের সন্ধানে দক্ষিণ ভারতে পাড়ি। নয়তো চিকিত্সার জন্য দক্ষিণ ভারতে যেতে এ রাজ্যের বাসিন্দাদের অন্যতম ভরসা ছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই...
Read more
Discussion about this post