সুমন তরফদার। কলকাতা সারাদিন।
কংগ্রেস কর্নাটকে ১৫০-এর বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। বিজয়পুরের রোজ-শোতে এতটাই আত্মবিশ্বাসী প্রাক্তন কংগ্রেস সভাপতি।
একই সঙ্গে তিনি বলেছেন, সাধারণ মানুষ রাজ্যে ৪০ শতাংশ কমিশনের সরকারকে ৪০ আসনে নামিয়ে দেবে।
প্রসঙ্গত কংগ্রেস নেতার এই কটাক্ষ দক্ষিণের এই রাজ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে। যেখানে সরকারি চুক্তির পরিবর্তে ৪০ শতাংশ কমিশন চাওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছিল।
সম্প্রতি মোদী পদবি নিয়ে বিতর্কের জেরে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল। তার পরে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিল হয়ে গিয়েছে। রাহুল গান্ধী নিজের ভাষণে সেই প্রসঙ্গও তুলে এনেছেন।
তিনি বলেছেন যদি গেরুয়া শিবির মনে করে সত্য কেবল সংসদেই বলা যায়, তাহলে তারা ভুল করছেন। রাহুলের দাবি সত্য যে কোনও জায়গায় বলা যেতে পারে।
রাহুল গান্ধীর নির্বাচনী সভায় উঠে এসেছে আদানি প্রসঙ্গও। ওয়ানাডের প্রাক্তন সাংসদ বলেছেন, তিনি সংসদে প্রধানমন্ত্রী মোদীকে আদানির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন কেন এলআইসির টাকা আদানিকে দেওয়া হচ্ছে।
রাহুল গান্ধীর অভিযোগ এই কথা বলার পরেই তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। তাঁকে সাংসদ পদ থেকেই সরিয়ে দেওয়া হয়। তিনি বলেছন, বিজেপি যদি মনে করে সত্য কেবল সংসদেই বলা যেতে পারে, তাহলে তা নয়। সত্য সেকোনও জায়গায় বলা যেতে পারে বলেই জানিয়েছেন তিনি।
বাসভান্নার জন্মবার্ষিকীতে তাঁকে আহ্বান জানানোর প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতায় থাকা বিজেপির নেতারা ১২ শতকের সমাজ সংস্কারকের বিশ্বাস অনুসরণ করার পক্ষে ছিলেন না।
তিনি বলেন, বাসভান্না বলতেন, সমাজে ভ্রাতৃত্ব বজায় থাকুক।রাহুল গান্ধী বলেন, বাসভান্না বলেছেন সবসময় সবার কথা শোনা উচিত। তিনি বলতেন, সত্য বলার সময় কাউকে ভয় করা উচিত নয়।
তিনি অভিযোগ করেন, বিজেপি বাসভান্নাকে নিয়ে অনেক কথা বললেও, বাস্তবে তাঁর বিশ্বাসকে অনুসরণ করে না। তিনি বলেন বাসভান্না সবসময় দরিদ্রদের সাহায্যের কথা বলতেন, কিন্তু বিজেপি কোটিপতিদের সাহায্য করে।
প্রসঙ্গত বাসভান্না ছিলেন ১২ শতকের কানাডা দার্শনিক, কবি এবং লিঙ্গায়েত সমাজ-সংস্কারক।
এই লিঙ্গায়েতরাই কর্নাটকের ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে বলে রাখা ভাল, বেশিরভাগ সমীক্ষায় কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে।
Discussion about this post