অ্যাডিনো ভাইরাস সংক্রমণে রাজ্য জুড়ে আতংকের পরিবেশ তৈরী হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।এর মধ্যে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো কাঁথি লায়ন্স ক্লাব।
উল্লেখ্য এখনও পর্যন্ত রাজ্যে ১৩ হাজার ৬১ জন শিশু জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ-সহ অসুখে হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।
কাঁথির শিশু নিকেতন নার্সারি স্কুলের পড়ুয়াদের অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে সেমিনার হয় ।
বক্তব্য রাখেন কাঁথি পৌরসভার স্বাস্থ্য দফতরের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক,লায়ন্স ডিস্ট্রিক্টের জিএসটির রিজিওন্যাল কো অর্ডিনেটার ডাঃ গৌতম জানা, লায়ন্স ডিস্ট্রিক্টের জোন চেয়ারম্যান তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী সুস্মিত মিশ্র ।
সভায় পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা ।
উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক তথা শিশু নিকেতন নার্সারি স্কুলের কর্নধার রাজকুমার দুয়ারী,গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ।
অ্যাডিনো ভাইরাস সংক্রমণ কি ভাবে ঠেকানো সম্ভব,বাচ্চারা অসুস্থ্য হলে কি করতে হবে,কি করা যাবে না ইত্যাদি বিষয় নিয়ে সবিস্তারে বক্তব্য রাখেন বক্তারা।
অ্যাডিনো ভাইরাস সহ বাচ্চাদের অন্যান্য রোগের প্রতিকার নিয়ে কাঁথি পৌরসভার স্বাস্থ্য দফতরের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়কের সাথে অভিভাবকদের প্রশ্নোত্তর পর্ব হয় ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের ট্রেজারার অশোক সাহু।
কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধূবাদ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক-অভিভাবিকারা
Discussion about this post