সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
PAN Aadhaar Link Dateline : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান (PAN) ও আধার (Aadhaar) লিংক করিয়ে নিতে হবে।
আর বাড়ানো যাবে না এই সময়সীমা।
কিন্তু সূত্রের খবর ছিল, আরও একবার সময়সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র।
সেই জল্পনাকে সত্য়ি করে এই সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হল।
প্যান ও আধার সংযুক্তিকরণের নয়া সময়সীমা হচ্ছে ৩০ জুন।
আগামী ৩১ মার্চ (শুক্রবার) যে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, সেটা বাড়িয়ে আগামী ৩০ জুন করা হয়েছে। তবে সেজন্য বাড়তি কোনও টাকা গুনতে হবে না। অর্থাৎ এখন প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে যে পরিমাণ অর্থ (১,০০০ টাকা) লাগছে, ৩০ জুন পর্যন্ত সেটাই দিতে হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ৩০ জুনের মধ্যে আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ না করলে আগামী ১ জুলাই থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
মঙ্গলবার আয়কর দফতরের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘করদাতাদের কিছুটা সময় দিতে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত করা হল। কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ ছাড়াই যে সময়ের মধ্যে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আধার তথ্য দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করতে পারবেন।’
বর্ধিত সময়সীমার মধ্যেও প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করলে কী হবে?কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ না করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সেইসঙ্গে আরও একাধিক সমস্যার মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে। কী কী সমস্যা হবে, তা দেখে নিন -ওরকম প্যান কার্ডের ক্ষেত্রে কোনওরকম রিফান্ড মিলবে না। যতদিন প্যান কার্ড কাজ করবে না, ততদিন ওরকম রিফান্ডের উপর কোনওরকম সুদ প্রদান করা হবে। আয়কর আইন মোতাবেক উচ্চহারে টিডিএস এবং টিসিএস কাটা হবে।
Discussion about this post