এখন টানা জনসংযোগ কর্মসূচি করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।
মানুষের দুঃখ–দুর্দশা ও তাদের সমস্যা শুনছেন। নিজের সামর্থ্য মতো উপকার করে চলেছেন। গ্রামীণ মানুষের কাছে তিনি এখন মুশকিল আসান।
এদিন বর্ধমানের পাণ্ডবেশ্বরে গিয়ে নিজের বক্তব্যের মধ্যে তিনি বলেন, ‘সবচেয়ে বড় কয়লা চোর এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক’। একপ্রকার নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘লোক চুরি করে জেলে যায়, আর বড় চোররা চুরি করে বিজেপিতে যায়। হেরে গিয়ে দলে ফেরার চেষ্টা করেছিল। যে বিজেপি কয়লা কেলেঙ্কারির কথা বলে…এই এলাকার সবচেয়ে বড় কয়লা মাফিয়া (পান্ডবেশ্বর)…যাকে আপনারা সবাই জানেন ‘২১ নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। ২১ নির্বাচনে বিজেপির পরাজিত হওয়ার পরে, তিনি বিভিন্ন সূত্রের মাধ্যমে তৃণমূলে ফিরে আসার জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন। রাজু ঝা নামে আরেক কয়লা মাফিয়া, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কয়লা মাফিয়া জয়দেব খানকে দেখা গেল দিলীপ ঘোষের সঙ্গে কফি খেতে, মন্দিরে যেতে।’
এদিন তিনি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সিবিআই-এর বিশ্বাসযোগ্যতা কী? শুভেন্দুর যাকে ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে… সিবিআই তার বিরুদ্ধে কিছু করছে না। সারদা, নারদ ও রবীন্দ্রনাথের নোবেল পুরষ্কার চুরির মতো মামলাগুলোর অবস্থা কী?’
Discussion about this post