এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! কীভাবে?
‘কেসটা সিআইডি-কে দেওয়া হয়েছে। অভিযুক্তকে আমরা ওড়িশা থেকে ধরে আনব। কেউ এনআইএ তদন্ত চাইলেও আমার অসুবিধা নেই’, বললেন মুখ্যমন্ত্রী।
সঙ্গে ঘোষণা, ‘নিহতদের পরিবারকে আমরা আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেব। গুরুতর আহতদের চিকিৎসা পরিষেবা-সহ ১ লক্ষ টাকা হাতে দেওয়া হবে’।
স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন ১টা। এদিন দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রাম। ভয়াবহ বিস্ফোরণ ঘটে বাজি কারখানায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গ্রামের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিন্নভিন্ন দেহ। এখনও পর্যন্ত মৃত ৭।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৭ জন।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘এগরার ঘটনা দুঃখজনক। জায়গাটা হচ্ছে ঠিক ওড়িশার বর্ডারে এবং যে ভদ্রলোক এই বেআইনি বাজি কারখানা চালাচ্ছিলেন, তাঁকে কিন্তু আমাদের পুলিস গ্রেফতার করেছিল আগেও। তারপর কোর্ট থেকে জামিন পেয়ে যায়। ওই সব এলাকায় বেশ কিছু বেআইনি বাজি কারখানা রয়েছে’।
মুখ্যমন্ত্রী জানান, ‘এই গ্রাম পঞ্চায়েতে দুমাস আগে নির্দলকে প্রেসিডেন্ট করে বিজেপি পঞ্চায়েত তৈরি করে। তাদের তো তথ্য় রাখা উচিত ছিল, তাদের এলাকায় কেন আবার নতুন করে ঘটনা ঘটছে।
এখনও পর্যন্ত যা তথ্য় পাওয়া গিয়েছে, ৫ জন মারা গিয়েছে। ৭ জন হাসপাতালে। মালিক সম্ভবত ওড়িশায় পালিয়েছে। পুলিস সুপার নিজে ঘটনাস্থলে গিয়েছে। জ্ঞানবন্ত সিং-কে পাঠানো হচ্ছে। স্থানীয় আইসি ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে’।
Discussion about this post