শীতকালে তুষারপাতে পর্যটকদের আটকে পড়ার ঘটনা পাহাড়ি এলাকায় হামেশাই ঘটে থাকে। কিন্তু এবার বসন্তেই অকাল তুষারপাত দেখা দিয়েছে দার্জিলিং থেকে সিকিমের বিস্তীর্ণ এলাকায়।
কয়েকদিন আগে সান্দাকফুতে তুষারপাত হয়েছিল। এখন সিকিমে তুষারপাতে আটকে পড়েছেন বহু পর্যটক। তাঁদের উদ্ধার করা হল সেনা জওয়ান নামিয়ে।
তুষারপাতের কারণে সিকিমে আটকে পড়া পর্যটকদের সবাইকেই উদ্ধার করতে সমর্থ হলেন সেনাবাহিনীর জওয়ানরা।
শুক্রবার রাতে তুষারপাতের কারণে আটকে পড়েছিলেন সহস্রাধিক পর্যটক। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে সেনাবাহিনী নামামোর পরিকল্পনা করা হয়। সেনাবাহিনীর ত্রিশক্তি কোর এবং বিআরও নামিয়ে পর্যটকদের উদ্ধার হয়।সেনাবাহিনী পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে।
সেনা জওয়ানদের এই উদ্যোগকে সাধুবাদ জানান পর্যটকরা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সিকিমে প্রতি বছর শীতকালে ভারী তুষারপাত হয়। তবে এই বছর তুষারপাতের ধরণ একটু ভিন্ন প্রকৃতির।
সিকিমবাসী তো বটেউ সিকিমে বেড়াতে এসে ভারী তুষারপাত দেখেছেন অনেকেই।
এই ধরনের তুষারপাত শেষ কবে দেখা গিয়েছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এদিকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে বিশাল উচ্চতা ও কম তাপমাত্রাকে উপেক্ষা করে ত্রিশক্তি কোর ও বিআরও-রা রাস্তা থেকে বরফ সরিয়ে ফেলে।
পাশাপাশি যাতায়াতের জন্যে রাস্তাকে উপযোগী করে তোলা হয়।উল্লেখ্য গত ১১ এবং ১৫ মার্চ পূর্ব সিকিমে তুষারপাতের কারণে আটকে পড়া ১৪০০ পর্যটককেও নিরাপদে উদ্ধার করে আনে ত্রিশক্তি কোর ও বিআরও।
এদিন ফের আটকে পড়া হাজারেরও বেশি পর্যটকদের উদ্ধার করলেন তাঁরা। এভাবে অকাল তুষারপাতে এবার পর্যটকরা বিব্রত।আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের আগামী দুদিনের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলার উপরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার- এই পাঁচটি জেলা ও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েক জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।
তার ফলে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুত্-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র-বিদ্যুত্সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকালও একইরকম সতর্কবার্তা থাকছে।
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ ও সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ও ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।
Discussion about this post