কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
কালবৈশাখীর তান্ডব দেখা গেলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা, রামনগর, দীঘা, কাঁথি সহ সারা জেলা জুড়ে।
বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস ছিল আগে থেকেই। কোথাও কোথাও প্রবল বৃষ্টি আবার কোথাও কালবৈশাখীর ঝড়ো হাওয়া।
রামনগর, দীঘার বিভিন্ন অঞ্চলে কিছু কিছু জায়গায় হাওয়ার দাপটে ভেঙ্গে যায় ঘরবাড়ি থেকে গাছপালাও।
১৭ থেকে ২০ মার্চের মধ্যে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং পার্শ্ববর্তী কচ্ছ থেকে বাংলাদেশের দিকে আবহাওয়ার গভীর একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে।
যা বিস্তৃত হয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও। একই সঙ্গে আর্দ্র হাওয়াও ভেসে আসছে বঙ্গোপসাগরের উপর থেকে।
গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে৷আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী সোমবার পর্যন্ত চলবে এমন ঝড়-বৃষ্টি। আগামী রবিবার প্রায় সব জেলায় হতে পারে বৃষ্টি।
কালবৈশাখীর ঝড়ের তান্ডব ও শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে ঘরবাড়ি চাষবাস। রামনগরের কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পান চাষ ও ঘরবাড়ি।
বিকেল থেকেই বাড়ে বৃষ্টি ও ঝড়ে তীব্রতা। কিছু কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কালবৈশাখীর ছোবলে কিছুটা ব্যাহত জনজীবন।
Discussion about this post