মমতার বাংলাতেই আসছে বড় অঙ্কের বিনিয়োগ (Invest)। নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা Damodar Valley Corporation বা DVC রাজ্যের ইস্পাতনগরী (Steel City) হিসাবে পরিচিত দূর্গাপুরে (Durgapur) প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে তুলতে চলেছে ৮০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন সক্ষম একটি তাপবিদ্যুত্ কেন্দ্র (Thermal Power Station)।
Durgapur Thermal Power Station’র জমিতেই গড়ে উঠবে এই অত্যাধুনিক তাপবিদ্যুত্ কেন্দ্র। আর সেই তাপবিদ্যুত্ কেন্দ্রকে ঘিরে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানও হবে।
সরাসরি কাজ পাবেন ৩০০’রও বেশি লোক। ঠিকাদারের অধীনে নিয়োগ হবে আরও হাজার খানেক।
DVC সূত্রে জানা গিয়েছে, একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে উঠবে এই তাপবিদ্যুত্ কেন্দ্রটি। ফলে, সেভাবে দূষণ ছড়ানোর ভয় থাকছে না। এলাকার শিল্পবিকাশে সহায়ক ভূমিকা নেবে এই নতুন তাপবিদ্যুত্ কেন্দ্রটি।
বিশ্বের যে কোনও শিল্পাঞ্চলের শক্তির আধার বিদ্যুত্। শিল্প-কল কারখানার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিদ্যুত্। যার বেশিরভাগটাই সরবরাহ করে তাপবিদ্যুত্ কেন্দ্র। দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে ওঠার ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিল Durgapur Projects Limited বা DPL।
পরবর্তী ক্ষেত্রে DVC’র Durgapur Thermal Power Station বা DTPS তাপবিদ্যুত্ উত্পাদন শুরু করে যা শিল্পাঞ্চলে বিদ্যুতের জোগান দেওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের বড় অংশে বিদ্যুত্ সরবরাহ করত। দুর্গাপুর শিল্পাঞ্চলের সেই সব সোনালি দিন অতীত হতেই ধুঁকতে শুরু করে DPL।
একই সঙ্গে DTPS’র একটির পর একটি Unitও বন্ধ হতে থাকে। সর্বশেষ ২০২২ সালের আগস্ট মাসে তাদের ২১০ মেগাওয়াটের Unitও বন্ধ হয়ে যাওয়ায় চরম অসন্তোষ দেখা দেয় শিল্পাঞ্চলে।
এই অবস্থায় নতুন করে তাপবিদ্যুত্ কারখানা গড়ে তোলা ছাড়া রাজ্য সরকার বা DVC’র কাছে বিকল্প কোনও রাস্তাও ছিল না।
কার্যত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই DVC দূর্গাপুরের বুকেই নতুন তাপবিদ্যুত্ কেন্দ্র গড়ে তুলতে রাজী হয়েছে। ৭ হাজার ৮০০ কোটি টাকা খরচ করে এই তাপবিদ্যুত্ কেন্দ্রই DVC’র ইতিহাসে একক বৃহত্তম কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে।
সব কিছু ঠিক থাকলে রাজ্যের Steel City-তেই ২০২৮ সালের এপ্রিলের মধ্যেই বিদ্যুত্ উত্পাদন ও সরবরাহ শুরু করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একই সঙ্গে এই বড় অঙ্কের বিনিয়োগের হাত ধরে দুর্গাপুরের বুকে নতুন করে শিল্পসম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল।
একই সঙ্গে এটাও জানা গিয়েছে, শুধু দুর্গাপুরে নয়, পুরুলিয়া জেলার রঘুনাথপুরেও ৬৬০ মেগাওয়াটের আরও দু’টি নতুন ইউনিট বসাতে চলেছে ডিভিসি।
Discussion about this post