শিয়ালদা স্টেশনে গাড়ি ও যাত্রীদের প্রবেশের জন্য এবার আলাদা লেন তৈরি হতে চলেছে। পাশাপাশি কোচ রেস্তোরাঁ তৈরি করা হবে। ট্রেনের দুটি পুরোনো কোচে এই রেস্তোরাঁ থাকবে। ট্রেনের দুটি পুরনো কোচে এই রেস্টুরেন্ট থাকবে।
একেবারে ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশ বজায় থাকবে এই কোচগুলিতে। থাকবে চেয়ার, টেবিল থেকে ইন্টেরিয়ারের ব্যবস্থা। তাতে মিলবে বিভিন্ন স্বাদের খাবার। বিভিন্ন ধরনের ভারতীয় খাবারের পাশাপাশি মিলবে চাইনিজ, ইটালিয়ান খাবার।
রেল সূত্রে জানা গিয়েছে, এরজন্য দ্রুত টেন্ডার ডাকা হবে। শিয়ালদহের স্টেশন ডিরেক্টর রাজীব রঞ্জন জানিয়েছেন, সাউথ গেট ও মেট্রোর সামনে বি আর সিং হাসপাতালের দেওয়াল ঘেঁষে এই দুটি কোচ বসানো হবে।
এই কোচে বসেই আহার করতে পারবেন যাত্রী থেকে শুরু করে সাধারণ ক্রেতারা। এদিকে, যে চারটি আলাদা লেন করা হবে তার মধ্যে থাকছে যাত্রীদের চলাচলের রাস্তা। তার পাশ দিয়েই থাকছে প্রাইভেট গাড়ি চলাচলের রাস্তা, এবং ট্যাক্সি চলাচলের রাস্তা। তার পাশে থাকছে অটো চলাচলের রাস্তা। শিয়ালদা কোর্ট থেকেই এই রাস্তা আলাদা হয়ে যাবে। স্টেশন পর্যন্ত এই রাস্তা বিস্তৃত থাকবে।
এছাড়া গাড়ি রাখার জন্য তৈরি হবে নতুন পার্কিং লট। এই পার্কিং লট তৈরি করা হবে বি আর সিং হাসপাতালের গা ঘেঁষে। সেখানে যে ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাতে পার্কিং লট তৈরি করা হবে। যারা গাড়ি রাখতে চান তারা সেখানে গাড়ি রাখতে পারবেন।
সাধারণত শিয়ালদা স্টেশনে প্রতিদিনই বহু মানুষের ভিড় হয়। তবে মেট্রো হওয়ার পর থেকে ভিড় আরও বেড়েছে। পাশাপাশি গাড়ির সংখ্যাও বেড়েছে। এর ফলে পুরনো পরিকাঠামোতে সবাইকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
তাই সমস্যার সমাধানে পরিকাঠামো বদলের ওপর জোর দেওয়া হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য শিয়ালদহ স্টেশনে চারটি ওয়াটারকুলার দিয়েছে লায়ন্স ক্লাব। ১১ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে লাগানো হয়েছে ওয়াটারকুলারগুলি।
এর ফলে স্বাভাবিকভাবেই স্টেশনের আমূল পরিবর্তন হবে। আলাদা লেন থাকলে যাত্রীদের চলাচলেও সুবিধা হবে। বিশেষ করে এর ফলে নির্দ্বিধায় রাস্তায় যাতায়াত করতে পারবেন বয়স্ক নাগরিকরা।
Discussion about this post