আইপিএলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব কিংস। শনিবার দুপুর ৩.৩০ মিনিটে মোহালিতে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ খেলার জন্য বুধবার শহর ছাড়বে দল। তার আগে কালীঘাটে পুজো দিতে ছুটলেন কেকেআরের অধিনায়ক নীতীশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিত।একের পর বাধা। মরসুম শুরুর আগেই অস্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। টিম ম্য়ানেজমেন্ট আশাবাদী তাঁকে পরের দিকে পাওয়া যাবে। নেতৃত্ব সামলাবেন নীতীশ রানা। মরসুমের অনেক আগেই বড় চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্রেন্ডন ম্য়াকালাম কোচের পদ থেকে সরে দাঁড়ান গত মরসুমে।কালীঘাটে পুজো দিতে ছুটলেন কেকেআরের অধিনায়ক নীতীশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিত।মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক ছিল কেকেআরের। সেই বৈঠকে ছিলেন অধিনায়ক ও কোচ। বৈঠক শেষে দু’জন জানান কালীঘাটে। সেখানে মা কালীর পুজো দেন তাঁরা। প্রতিযোগিতা শুরুর আগে আশীর্বাদ চেয়ে নেন।বুধবার বেলা ১১.৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে দল। দুপুর ১.২০ মিনিটের বিমানে পঞ্জাব যাবে তারা। বৃহস্পতিবার থেকে সেখানে অনুশীলন শুরু করবেন নাইট ক্রিকেটাররা।কালীঘাট মন্দিরের বাইরে কেকেআর অধিনায়ক নীতীশ (বাঁ দিকে) ও কোচ চন্দ্রকান্ত। শহর ছাড়ার আগে বুধবার সন্ধ্যায় ইডেনে ঐচ্ছিক অনুশীলন ছিল দলের। সেখানে হাজির ছিলেন বেশ কয়েক জন ক্রিকেটার। মোহালির উইকেট সাধারণত পেস সহায়ক হয়। তাই টানা পেসারদের সামনে অনুশীলন করেছেন অধিনায়ক নীতীশ। টিম সাউদির মতো বিদেশি ক্রিকেটাররাও গা ঘামিয়েছেন।চোটের কারণে দলের অধিনায়ক শ্রেয়স আয়ারকে পাচ্ছে না দল। শাকিব আল হাসান, লিটন দাসের মতো বিদেশি ক্রিকেটারদেরও কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। তাতে অবশ্য সমস্যা হবে না বলেই জানিয়েছেন নতুন অধিনায়ক ও কোচ। এই মরসুমে ভাল ফল নিয়ে আশাবাদী তাঁরা। প্রথম ম্যাচ থেকেই সেই কাজ শুরু করে দিতে চাইছে কেকেআর।গত কয়েক দিন কলকাতায় অনুশীলন করেছে নাইটরা। দুটো প্রস্তুতি ম্যাচও খেলেছে। এ বার আসল পরীক্ষা। আইপিএলের ১৬ তম সংস্করণ হতে চলেছে এ বার। গত ১৫ বারের মধ্যে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। শেষ বার ২০১৪ সালে ট্রফি এসেছে। এর পর থেকে হতাশাই সঙ্গী। এ বারও টুর্নামেন্টের শুরুতে শ্রেয়স আইয়ারের চোট বড়সড় ধাক্কা। চোট রয়েছে কিউয়ি পেসার লকি ফার্গুসনেরও।কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডার সাকিব। জাতীয় দলের খেলা থাকায় এখনই তাঁকে পাচ্ছে না কেকেআর। সামনে আয়ার্ল্য়ান্ডের সঙ্গে টেস্ট রয়েছে বাংলাদেশের। সেই ম্য়াচ খেলেই কেকেআরে যোগ দেবেন সাকিব, লিটনরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে খবর, আইপিএলের মাঝপথেও এই দুই ক্রিকেটারকে বেশ কিছুদিনের জন্য় পাওয়া যাবে না। মে মাসের মাঝামাঝি আয়ার্ল্য়ান্ড সফরে যাবে বাংলাদেশ। সে সময় জাতীয় দলের হয়ে খেলতে যেতে হতে পারে সাকিব, লিটনকে। এই দুই ক্রিকেটার দলে যোগ দিলে, কেকেআর অনেকটাই শক্তিশালী হবে। আপাতত নজরে নতুন অধিনায়ক ও কোচের জুটিতে কেকেআরের শুরুটা কেমন হয়। দলে এত বাধা বিপত্তি বলেই হয়তো কালীঘাটে গিয়ে পুজো দিলেন কেকেআরের কোচ ও অধিনায়ক।
Kolkata Delhi Vande Bharat : স্লিপার কোচের বন্দে ভারত প্রথম ছুটতে পারে কলকাতা-দিল্লি রুটে
স্লিপার কোচ যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস প্রথম চলতে পারে নয়াদিল্লি-কলকাতা এবং নয়াদিল্লি-মুম্বই রুটে। প্রাথমিকভাবে এই দু'টি রুটকেই বেছে নিতে চাইছে...
Read more
Discussion about this post