সুমন তরফদার। কলকাতা সারাদিন।
শহরের মধ্যে কলকাতা পুরসভার স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম।
এই অবস্থা কাটাতে বাজেটে পুরস্কুলগুলিকে ইংরাজি মাধ্যম মডেল স্কুল করার প্রস্তাব দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কর্পোরেট সংস্থাগুলির সহায়তায় এই স্কুলগুলির উন্নয়ন করা হবে বলে বাজেট ভাষণে জানিয়েছেন মেয়র।
পুরসভার স্কুলগুলিতে পড়ুয়া নেই, অথচ পাশেই ইংরাজি মাধ্যমে স্কুলে ভর্তি করার জন্য লম্বা লাইন। শহরের এই ছবিটা আমরা বদলাতে চাইছি। আগামী দিনে যাতে পুরসভার স্কুলগুলিতে ভর্তি করার জন্য লাইন পড়ে সে জন্য এই উদ্যোগ।
ইতিমধ্যে শহরের দু’টি স্কুলকে এই প্রকল্পের আওতায় এনে পরিমার্জন এবং উন্নয়ন করা হয়েছে। ধাপা কাছাড়িপাড়া কেএমসিপি স্কুলের নাম বদলে করা হয়েছে বিদ্যাসাগর প্রাইমারি স্কুল।
অন্য দিকে ১১এ তপসিয়া স্কুলের নাম করণ করা হয় ডঃ এপিজে কালাম প্রাইমারি স্কুল।
দুটি স্কুল এলাকাবাসীদের যথেষ্ট আগ্রহী করে তুলে তুলেছে পুরসভা পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জানা গিয়েছে,বাংলার শিক্ষা পোর্টালে কলকাতা পুরসভার প্রাথমিক স্কুলের পড়ুয়ারা নাম নথিভক্ত করতে পারত না। গত বছর পর্যন্ত এই সুযোগ ছিল না।
ফলে পুরসভার প্রাথমিক স্কুল থেকে পাশ করার পর উচুঁ ক্লাসে ভর্তি হওয়ার ক্ষেত্রে পড়ুয়া সমস্যা পড়ত। বিভিন্ন সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত হতো।
তবে সেই সমস্যা মিটেছে। পুরসভা স্কুল পড়া পড়ুয়াদেরও নাম নথিভুক্ত করা যাচ্ছে ওই পোর্টালে।
জানা গিয়েছে,আগামী বছর থেকে স্কুলগুলিতে নিয়মিত সংস্কৃতিক অনুষ্ঠানও করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। পাশাপাশি পড়ুয়ারা যাতে ওই স্কুল থেকে চতুর্থ শ্রেণিতে পাশ করার পর রাজ্য সরকারের বৃত্তি পরীক্ষায় বসে পারে তার জন্যও ব্যবস্থা করা হচ্ছে।
Discussion about this post