অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা জিতে নিয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’ ছবির ‘নাটু নাটু’। গানটির সুরস্রষ্টা এম এম কীরাবাণী। গীতিকার চন্দ্র বোস।
এবার এই গানের জনপ্রিয়তা ব্যবহার করে অভিনব প্রচার শুরু করল কলকাতা পুলিশ। সাইবার সচেতনতায় গানের পোস্টার ব্যবহার করে নেট নাগরিকদের শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার বার্তা দিল তারা।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে আরআরআর সিনেমার দুই চরিত্রের মতোই ‘শক্তিশালী’ পাসওয়ার্ড তৈরি করতে নেট নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ করার নির্দেশ দিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের সাইবার শাখা জানিয়েছে, কঠিন পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য সবসময় সচেতন করা হয়। এর ফলে অনেকটাই কমেছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হ্যাকের সম্ভাবনা।
Discussion about this post