জেলের খাবার মুখে রুচছে না। ভাঙছে স্বাস্থ্য, হু হু করে কমছে ওজন। চলতি সপ্তাহের শুরুতেই দিল্লির সফদরজং হাসপাতালে সত্যেন্দ্র জৈন(Satyendar Jain)-কে মেডিক্যাল চেক-আপের জন্য় আনা হয়।
সেই সময়ই তাঁর ভগ্ন স্বাস্থ্যের ছবি ধরা পড়েছিল।
বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করাতে হল দিল্লি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। জানা গিয়েছে, জেলের বাথরুমে পড়ে গিয়েছিলেন সত্যেন্দ্র জৈন। তার জেরেই গুরুতর চোট লেগেছে তাঁর।
দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সত্য়েন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি।
এ দিন সকালে জানা যায়, দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে সত্য়েন্দ্র জৈনকে। তিনি এ দিন ভোর ৬টা নাগাদ তিহাড় জেলের ৭ নম্বর সেলের বাথরুমের ভিতরে পড়ে যান।
সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Discussion about this post