সুমন তরফদার। কলকাতা সারাদিন।
সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে না এখনই।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপরে যে ২৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছিলেন সেই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে বলে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
আগামী ১০ জুলাই পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ।
তবে বিচারপতি অমৃত সিনহা যেভাবে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইকে অনুমতি দিয়েছেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য তার উপরে কোন স্থগিতাদেশ দেয় নি সুপ্রিম কোর্ট।
Discussion about this post