নিলামে বিক্রি হয়ে গেল টিপু সুলতানের (Tipu Sultan) তলোয়ার।
তাঁর শয়নকক্ষে থাকা বিখ্যাত অস্ত্রটি লন্ডনের বনহ্যামস নিলামি সংস্থার (Bonhams Auction House) হাত ধরে বিক্রি হল ১৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে।
ভারতীয় মুদ্রায় কত বলুন তো?
১৪৩.৩৯ কোটি টাকা!
ভারতীয় ও ইসলামিক কোনও জিনিসের ক্ষেত্রে এটাই সবথেকে বেশি দামে বিকোল।
বনহ্যামসের ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান আর্টসের (Islamic and Indian Arts) গ্রুপ হেড নিমা সাঘারচি বলেন, তলোয়ারটির অসাধারণ ইতিহাস, উত্সের কাহিনি চমকপ্রদ, এবং এর শিল্পনৈপুণ্য অতুলনীয়। তাই নিলামে ফোন-মাধ্যমে দু’জন এবং সশরীরে উপস্থিত এক বিডারের মধ্যে এমন তুমুল লড়াই হওয়া আশ্চর্যের নয়।
টিপুর মৃত্যুর পর তাঁর শ্রীরঙ্গপটনমের (Srirangapatnam) প্রাসাদ থেকে অন্য অনেক অস্ত্রশস্ত্রের সঙ্গেই এই তলোয়ারটি লুঠ করে ব্রিটিশ বাহিনী।
এটি রাখা ছিল তাঁর শয়নকক্ষে, তাই ইংরেজদের কাছে এর পরিচিত নাম ‘বেডচেম্বার সোর্ড’ (Bedchamber Sword)। তলোয়ারের ব্লেডে খোদাই করে লেখা, ‘শাসকের তরোয়াল’।
ফাইন গোল্ড কোফতগারি সুখেলা ঘরানার তলোয়ারটির সোনার প্রলেপ দেওয়া হাতলে রয়েছে তুলুথ হরফে লেখা- ইয়া আল্লাহ, ইয়া নাসের, ইয়া ফাত্তাহ, ইয়া মুইন, ইয়া জাহির।
রয়েছে বাবরি স্ট্রাইপ ও সিল্ক মোটিফ। ১০৬ সেন্টিমিটার দীর্ঘ তলোয়ারটির ব্লেড স্টেইনলেস স্টিলের। ব্লেডের দৈর্ঘ্য ৯৩ সেন্টিমিটার, আগার দিকে উভয় অংশ ধারালো।
বর্তমান ভারতের কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও কেরলের বিরাট অংশ নিয়ে ছিল টিপুর রাজ্য।
তাঁর পিতা হায়দার আলির (Hyder Ali) নামেই হয়েছে হায়দরাবাদ (Hyderabad) শহর।
১৭৯৯ সালের ৪ মে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধে প্রাণ হারান টিপু সুলতান।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির (East India Company) তিন বাহিনীর ৬০ হাজার সৈন্য টিপুর রাজধানী শ্রীরঙ্গপটনম অবরোধ করে।
টিপুর বাহিনীতে সৈন্য ছিল সেখানে ৩০ হাজার। ব্রিটিশরা শহরে ঢুকে পড়লে টিপুর ফরাসি উপদেষ্টারা তাঁকে পালিয়ে অন্য দুর্গে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন, যাতে তিনি পরবর্তীতে সেখান থেকে যুদ্ধ চালাতে পারেন।
তবে পালানোর পরিবর্তে সম্মুখ যুদ্ধে বীরের মতো প্রাণ বিসর্জন দেওয়াকেই শ্রেয় মনে করেন টিপু।
Discussion about this post