সুমন তরফদার। কলকাতা সারাদিন।দিনহাটা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়লাভ করল তৃণমূল পন্থী ল সেল। শনিবার দিনহাটা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আয়োজিত হয়। দিনভর চলে নির্বাচন প্রক্রিয়া এবং বিকেল থেকে গণনা প্রক্রিয়া শুরু হয়। গণনা প্রক্রিয়া শেষ হতে রাত গড়িয়ে যায়। এবারের নির্বাচনে ১১০ জন সদস্য মধ্যে ১০৭ জন সদস্য ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তারাই ১৭ জন জনকে নির্বাচিত করেন বলে জানা গেছে। এদিন ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন বলে জানা গেছে। নির্বাচনে একদিকে যেমন তৃণমূল পন্থী আইনজীবীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন পদে তেমনি একাধিক প্রার্থী তারা কেউ কেউ নিজেদেরকে মহা জোটের প্রার্থী বলে দাবি করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন যদিও তারা দাবি করেন এই ভোটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এদিন রাতে ফল প্রকাশ হতেই বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল পন্থী আইনজীবীরা। ভোট প্রক্রিয়া শুরু হতেই মহাজোটের প্রার্থীদের মধ্যে অনেকেই দাবি করে বলেন, সাগরদিঘির পুনরাবৃত্তি হবে দিনহাটা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে। যদিও পরবর্তীতে দেখা গেল বার অ্যাসোসিয়েশন নিজেদের দখলে নিলো তৃণমূল পন্থী ল সেল। জানা গেছে, ১৭ টি আসনের মধ্যে ১৫ টি আসনে তৃণমূল পন্থী আইনজীবীরা জয়লাভ করেছে এবং দুটি আসনে মহাজোটের আইনজীবীরা জয়লাভ করেছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জিতেন্দ্র মোহন সাহা, সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাহেরুল ইসলাম। অন্যদিকে, দুটি আসনে সহ-সম্পাদক হিসেবে প্রদীপ কুমার গুহ, ও এক্সিকিউটিভ মেম্বার হিসেবে অমিত আচার্য জয়লাভ করেছেন। তারা দুজনই মহাজোটের বলে জানা গেছে। এদিন রাতে দিনহাটা বার এসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল পন্থী আইনজীবীরা জয়লাভ করতেই বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বার অ্যাসোসিয়েশনে এসে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,দিনহাটা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ল সেলের প্রার্থীদের জয় প্রমাণ করে দিল সাগরদিঘী একটাই হয়। এদিন আইনজীবীরা রীতিমতো বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন এবং খেলেন আবির।
Sonarpur : ২-৩ বছর ধরে নিয়মিত কুকুরের সঙ্গে সঙ্গম! প্রতিবেশীদের অভিযোগে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ
পথ কুকুরের (Street Dog) সঙ্গে সঙ্গম করার অভিযোগ এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur) থানা এলাকায়।...
Read more
Discussion about this post