ইউপিআই নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি এনপিসিআইয়ের। ইউপিআই পেমেন্টে চার্জ কাটার বিষয়টি উঠে আসতেই ধোঁয়াশার সৃষ্টি হয়। সেই ধোঁয়াশা কাটাতে এবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করল এনপিসিআই।
নতুন বিবৃতিতে কোন ইউপিআইতে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোন চার্জ দিতে হবে না বলে জানা গেছে।
অনেক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবী করা হচ্ছে যে আগামী মাস থেকে ২০০০ টাকার বেশি UPI পেমেন্টে ১.১% ফি দিতে হবে।
তবে, এই নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) স্পষ্টীকরণ জারি করেছে।
NPCI UPI পেমেন্টের উপর চার্জ ধার্য করার রিপোর্ট অস্বীকার করেছে। NPCI বলেছে যে UPI-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের জন্য গ্রাহকদের কোনও ফি দিতে হবে না।
তার বিবৃতিতে, NPCI বলেছে যে দেশের সর্বাধিক ৯৯.৯ শতাংশ UPI লেনদেন শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়।
যদিও মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ২০০০ টাকার ওপরে ১.১ শতাংশ চার্জ দিতে হবে বলে এনপিসিআইয়ের পক্ষে জানা গেছে।
তবে গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা পাঠানোর ক্ষেত্রে বা গ্রাহক থেকে গ্রাহককে পয়সা পাঠানোর ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না।
Discussion about this post