ফের ভয়ংকর টর্নেডো (Tornado) আছড়ে পড়ল আমেরিকায় (America) মিসিসিপিতে (Mississippi)।
শুক্রবার গভীর রাতে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে যায় বিস্তির্ণ এলাকা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড় এবং বজ্রপাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।আহত অসংখ্য। নিখোঁজ ৪ জন।
রাতেই উদ্ধারকাজে নেমেছেন পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা।ঝড়ের ভয়াবহতার কথা টুইট করে জানিয়েছেন মিসিসিপির বিপর্যয় মোকাবিলা বিভাগ।
বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। জানা গিয়েছে হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এর ফলেই বিপর্যস্ত বিস্তির্ণ এলাকা। মুহূ্র্তে বিদ্যুত্ চলে যায় এলাকায়। লাগাতার বজ্রপাতে মৃত্যু হয়েছে স্থানীয়দের।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আপাতত ২৩ জনের মৃত্যু নিশ্চিত হলেও মৃতের সংখ্যা বাড়তে পারে। ৪ জন নিখোঁজ বলেও জানা গিয়েছে।
দুর্যোগের খবর পাওয়ামাত্র উদ্ধারকাজে নামেন পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।
১৭০০ মানুষের শহর মিসিসিপিকে ঝড়ের পড়ে চেনা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত হয়েছে লোকালয়, দোকান-বাজার, রাস্তা সবকিছুই। ভাঙা ইমারতে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের।
এক স্থানীয় বাসিন্দা আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএনকে বলেন, ‘এমন ভয়ংকর ঝড় আগে কখনও দেখেনি।’ আরও বলেন, ‘আমাদের শহর ছোট্ট কিন্তু সুন্দর। ঝড়ের পর তা অস্তিত্বহীন হয়ে পড়েছে।’
ইতিমধ্যেই ভয়ঙ্কর টর্নেডোর কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলা হয়েছে এমন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আগে সেখানে দেখা যায়নি। এক নেটিজেন জানিয়েছেন এমন ঝড় তিনি আগে দেখেননি। বেশ কিছু জনবসতি এলাকায় সম্পর্ণ বিলুপ্ত হয়েছে মাত্র কয়েক ঘণ্টার প্রাকৃতিক দুর্যোগে।
তিনি জানিয়েছেন তাঁর এক আত্মীয়ের বাড়ির আর কোনও অস্তিত্ব নেই। বাড়িতে সম্পূর্ণ ভেঙে পড়েছে।এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন তাঁর এক বন্ধুর বাড়ের দেওয়ালগুলি আচমকাই ভেঙে পড়ে। বন্ধুটি ধ্বংসস্তূপে আটকে পড়েছিল দীর্ঘক্ষণ। উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার হয়েছে।
তবে তাঁর বাড়ির বেশ কয়েকজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ইউনাইটেড কাজুন নেভির প্রেসিডেন্ট টড টেরেল এবিসি নিউজকে বলেছেন, রোলিং ফর্ক এলাকাটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। অনেক স্থায়ী বাসিন্দা ঘরের মধ্যে বা ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে। তিনি বলেন, ২০১১ সালে মিসৌকরির জপলিনের একটি এজাতীয় একটি টর্নেডো হয়েছিল। সেই প্রাকৃতিক দুর্যোগে ১৬১ জনের মৃত্যু হয়।
তবে আবহাওয়া দফতর আগেই টর্নেডোর পূর্বাভাস দিয়েছেল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টর্নেডো সংক্রান্ত প্রায় ২৪টি রিপোর্ট করা হয়েছে।
মিসিসিপির পশ্চিম প্রাপ্ত থেকে আলাবামা পর্যন্ত ঝড়ের এলাকা নির্ধারও করে দিয়েছিল হাওয়া অফিস। তবে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিত্সা ও ত্রাণ পৌঁছে দিচ্ছে। পাশাপাশি উদ্ধারকাজেও হাত লাগিয়েছে। কিন্তু এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।
At least 23 people were killed and dozens injured as tornado and strong thunderstorms swept across Mississippi, US, late Friday, leaving a trail of damage for over 100 miles, ABC News reported citing local and federal authorities said.
Mississippi Governor Tata Reeves said 23 people were killed in the tornado and storms that struck Mississippi.
Reeves tweeted, “At least twenty three Mississippians were killed by last night’s violent tornados.
We know that many more are injured. Search and rescue teams are still active.”
Discussion about this post