সুমন তরফদার। কলকাতা সারাদিন।
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আমেম্বদকর মূর্তির পাদদেশে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে, আজই শহিদ মিনারে ছাত্র-যুবর সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধ ও বৃহস্পতিবার চলবে ধরনা। বুধবার দুপুর ১২টা নাগাদ ধরনা মঞ্চে আসেন মমতা। মমতার লেখা কবিতা সুরে বেঁধে গান বাজছে ধরনা স্থল রেড রোডে।
এদিন আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে ধরনা শুরু করেন মুখ্যমন্ত্রী। পাশে রেখেছেন ভারতের সংবিধান। মন্ত্রী অরূপ বিশ্বাস মালা পরিয়ে দেন সেই সংবিধানের বইয়ে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দু’দিনের ধরনায় বসলেন মমতা। এদিকে, রেড রোডে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের পাশেই খোলা হয়েছে অস্থায়ী অফিস। সেখান থেকেই প্রশাসনিক কাজ সারবেন মমতা।
রাজ্যের বিভিন্ন খাতে পাওনা টাকা কেন্দ্র আটকে রেখেছে। সবেমিলিয়ে রাজ্য কেন্দ্রের কাছ থেকে পাবে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। কেন খাতে কত টাকা পাবে রাজ্য সরকার? রাজ্যের দাবি, আমফানে ক্ষয়ক্ষতি বাবদ পাওনা ৩২৩১০ কোটি। ইয়াসে ক্ষয়ক্ষতি বাবদ ৪২২২ কোটি। বুলবুলে ক্ষয়ক্ষতি বাবদ ৬৩৩২ কোটি। জিএসটি কম্পেনসেশন বাবদ পাওনা ২৪০৯.৯৬ কোটি। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাবদ পাওনা ৮২০০ কোটি। একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে পাওনা ৭২০০ কোটি। সব মিলিয়ে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। ওই বিপুল টাকা আটকে রাখার ফলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় বলে দাবি রাজ্যের।
Discussion about this post