May 19, 2024
International News

Earthquake New York City : আতঙ্ক ছড়াচ্ছে ভূমিকম্প, ফিলিপিন্সের পর এবার কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক

post-img

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।



ফিলিপিন্সের পর এবার আমেরিকায় আতঙ্ক। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুসারে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের কিছু পরেই নিউ ইয়র্ক সিটি এবং তার আশপাশের অঞ্চল জুড়ে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মান ৪.৮ ছিল। মাঝারি মানের ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে।


ইউ.এস.জি.এস. রিপোর্ট জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেবানন, এনজে,যা ম্যানহাটনের প্রায় ৮০ কিমি পশ্চিমে। ফিলাডেলফিয়া থেকে বোস্টন পর্যন্ত শহরগুলিতে এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। মাটির ১০ কিমি গভীরে ভূমিকম্পের উত্‍সস্থল ছিল।

এদিকে ইউরোপিয়ান সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫।

এই ভূমিকম্পের পরেই ইস্ট কোস্টের বেশ কয়েকটি বিমানবন্দর অবিলম্বে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে যে তাত্‍ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত নেই, তবে সাত সকালে এই ভূমিকম্পে আতঙ্কের শুরু হয়েছে। সারা শহর জুড়ে সাইরেন বাজছে।

A 5.5 magnitude earthquake recorded in New Jersey shook residents in surrounding states and New York City on Friday morning

#earthquake #earthquakenyc #NewYork #NewJersey #Taiwan

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now