May 19, 2024
Bangla News

Bangla Diwas 2024 : বাংলা দিবস অনুষ্ঠান নদিয়াতে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলা বছরের প্রথম দিন, ১লা বৈশাখ বা নববর্ষ উপলক্ষে বিশেষ এই দিনে সারা রাজ্যে অনুষ্ঠিত হয় বাংলা দিবসের অনুষ্ঠান। তারই পরিপ্রেক্ষিতে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ও পুরপিতা বিমান কৃষ্ণ সাহার ঐকান্তিক প্রচেষ্টায় রবিবার বিকেলে নবদ্বীপ পৌরসভা প্রাঙ্গণ থেকে হরিনাম সংকীর্তন সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বেরিয়ে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তর পরিক্রমা করে শহরের অন্যতম প্রাণকেন্দ্র রাধা বাজার মোড় মহিরাবন তলা এলাকায় গিয়ে শেষ হয়। এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকান্ত সাহা, পুরপিতা বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন মঠ মন্দিরের অধ্যক্ষ, পণ্ডিত ব্যক্তিবর্গ ছাড়াও  তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক, শিক্ষক, কবি, সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।

এছাড়াও বাংলা দিবস উপলক্ষে এদিন নবদ্বীপ পৌরসভার ব্যবস্থাপনায় মহিরাবনতলা এলাকায় একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে নবদ্বীপ পৌরসভার পুরোপিতা বিমান কৃষ্ণ সাহা বলেন, রাজ্যের  মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নবদ্দীপ পৌরসভার উদ্যোগে বন্যার্ধ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সাথে মানুষের ভাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করার উদ্দেশ্য নিয়ে মূলত আজকের এই বাংলা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি বাংলা বছরের প্রথম দিন নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে পুরোপিতা সকল নবদ্বীপবাসীর সুস্থতা ও সফলতা কামনায় শুভেচ্ছা জানান।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now