May 18, 2024
Technology News

AC Capacity Guide : আলু পেঁয়াজের মতো AC -তে ১ টন, ১.৫ টন, ২ টনের ব্যাপারটা কি? জেনে নিন বিস্তারিত

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

হাঁসফাঁস গরমে শরীর সেদ্ধ হওয়ার জোগাড় শহর থেকে জেলা সর্বত্র। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা তাপপ্রবাহে নাকাল আট থেকে আশি। এই পরিস্থিতিতে AC কেনার আগ্রহ তুমুলভাবে বেড়ে গিয়েছে। ইলেক্ট্রনিক্সের শোরুম-গুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকে আবার AC ভাড়ায় কীভাবে মিলতে পারে সেব্যাপারেও খোঁজ-খবর করা শুরু করেছেন।

AC-র টন নিয়ে অনেকের মধ্যেই নানা প্রশ্ন রয়েছে। মোটামুটিভাবে ১ টন, ১.৫ টন, ২ টনের এসি গৃহস্থ বাড়িতে অনেকেই লাগিয়ে থাকেন। AC-র এই 'টন' আসলে কী? এটা জানার কৌতূহল অনেকেরই থাকে। বিশেষ এই প্রতিবেদনে তারই ব্যাখ্যা মিলবে।

AC-র 'Ton' আসলে একটি ইউনিট নির্ধারক। অর্থাৎ আপনার ঘরের মাপ অনুযায়ী ১, ১.৫ কিংবা ২ টনের এসি লাগাতে পারেন। এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ করা যন্ত্রের টনের সঙ্গে এর ওজনের কোনও সম্পর্ক নেই। এইচভিএসি ক্ষেত্রে ব্যবহৃত টন হল একটি শব্দ যা বর্ণনা করে যে AC-র ইউনিট এক ঘণ্টায় একটি ঘর থেকে কত পরিমাণ তাপ সরিয়ে দিতে পারে। ব্রিটিশ থার্মাল ইউনিট (BTU) দ্বারা এটির হিসেব করা হয়।

সহজ ভাষায় বলতে গেলে, AC-র টন তার ঠান্ডা করার ক্ষমতাকে বোঝায়। একটি ১ টনের এসি প্রতি ঘন্টায় ১২ হাজার BTU বায়ু অপসারণ করতে পারে। একটি ৩ টনের এসি এক ঘণ্টায় ৩৬ হাজার BTU বায়ু অপসারণ করতে পারে। তাই AC কেনার আগে উপরোক্ত বিষয়টি সম্পর্কে ভালো করে বুঝে নিন।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now