May 18, 2024
Technology News

Inverter AC vs Non-Inverter AC : ইনভার্টার AC আর নন-ইনভার্টার AC-র মধ্যে কোনটি কিনলে বিদ্যুতের খরচ বাঁচাতে পারবেন?

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

মাত্রাছাড়া গরমে AC কেনার হিড়িক ভীষণভাবে বেড়ে গিয়েছে। AC এখন আর বাহুল্যতা নেই এটি এখন বেশ অপরিহার্য্য হয়ে উঠেছে। আপনার ঘরের মাপ অনুযায়ী ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের AC কিনতে পারেন। তবে ইদানিং ইনভার্টার এসি (inverter AC) এবং নন-ইনভার্টার (Non-inverter AC) এসি শব্দবন্ধের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে।

AC-এর এই দুটি ধরনের মধ্যে কোনটি কিনলে বিদ্যুতের খরচ বাঁচাতে পারবেন? ইনভার্টার AC আর নন-ইনভার্টার AC-র মধ্যে ফারাকটাই বা কী?

ইনভার্টার AC কী?

একটি ইনভার্টার AC-র কম্প্রেসর মোটরটি তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। একবার ঘর ঠাণ্ডা কিংবা উষ্ণ হলে, ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার মেশিন শক্তি সঞ্চয় করতে থাকে। এটি ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।

এছাড়াও এক ইউনিটে পৌঁছনোর আগেই ইনভার্টার এসি গ্রিড থেকে DC পাওয়ারকে AC-তে রূপান্তরিত করে, যে কারণে একদিকে যেমন মেশিনের দক্ষতা বৃদ্ধি পায়, তেমনই সামগ্রিকভাবে এই প্রক্রিয়া বিদ্যুতের বিলও কম করতে সাহায্য করে। এটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী হতে পারে যাঁরা তাঁদের বাড়ির বিদ্যুতের প্রয়োজনে সৌর শক্তির উপরেও নির্ভর করেন।

নন ইনভার্টার AC কী?

নন-ইনভার্টার এসির কম্প্রেসর নির্দিষ্ট গতি মেনে চলে। কম্প্রেসর চালু থাকলে ঘরের ভিতরের তাপমাত্রা কমতেই থাকবে। ঘর বেশ ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর বন্ধ হয়ে যায়। ফের ঘর গরম হলে সেটি ফের চালু করে দেয়। তবে এক্ষেত্রে বিদ্যুতের খরচ বেশি হতে পারে।

এসি কিনতে গেলে উপোরক্ত বিষয়গুলি মাথায় রাখা উচিত। তবে ইনভার্টার এসির পার্টসের দাম নন-ইনভার্টার এসির চেয়ে একটু বেশি।

সেই কারণে এসি কেনার আগে এই বিষয়গুলিও মাথায় রাখা জরুরি।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now