May 19, 2024
Lifestyle

Jamai Shahsthi 2024 : এ বছর কবে পড়েছে জামাই ষষ্ঠী? চলুন জেনে নেওয়া যাক

post-img

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ। বাংলার প্রতি মাসেই এক করে ষষ্ঠী ব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসে হয় জামাই ষষ্ঠী পালন। এই দিনে শাশুড়িরা মেয়ে-জামাইয়ের সুখ-সমৃদ্ধির জন্য মা ষষ্ঠীর পুজো করেন। পুজোর মাধ্যমে জামাইকে স্বাগত জানানো হয়। দেওয়া হয় উপহার। তবে যাঁদের জামাই নেই, বা কন্যা সন্তানি নেই, তাঁরাও পালন করে থাকেন এই ব্রত।

কারণ ষষ্ঠীর পুজো যে কোনও মা-ই করতে পারেন সন্তানের মঙ্গল কামনায়। চলুন জেনে নেওয়া যাক, এ বছর কবে পড়েছে জামাই ষষ্ঠী।

জামাই ষষ্ঠী উদযাপনের পিছনে রয়েছে একটি গল্প। বিড়াল মা ষষ্ঠীর বাহন। তার উপর উৎপাত করলে দেবী যান চটে। একবার হয়েও ছিল তাই। এক লোভী মহিলা ছিলেন। তিনি চুরি করে খেতেন আর যাবতীয় দোষ চাপিয়ে দিতেন বিড়ালের উপর।

বিড়াল বেচারা দোষ না করেও মারধর খেত। তা নিয়ে বিড়ালের ভারী কষ্ট। সে তো একদিন মা ষষ্ঠীর কাছে কেঁদে কেটে একাকার করল। তখন মা ষষ্ঠী ওই মহিলাকে শাস্তি দেবেন ঠিক করলেন। মা ষষ্ঠী ছল করে তাঁর সন্তানদের তাঁর কাছ থেকে একদিন সরিয়ে নিলেন। সেই মহিলার তখন পাগলের মতো অবস্থা।

অপারগ হয়ে তিনি দেবীর কাছে দয়া ভিক্ষা করেন। তখন দেবী ষষ্ঠী বলেন, সন্তানদের ফিরে পেতে গেলে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠ দিনে জামাই ষষ্ঠী পালন করতে হবে। তার পর থেকেই বাঙালির জামাইষষ্ঠী পালন শুরু। এই হল জামাইষষ্ঠীর ব্রত কথা। এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে।

ব্রত পালনের জন্য লাগবে -

তাল পাতার পাখা
দূর্বা
ধান
মিষ্টি
সুপারি
করম চা
ফুল, বেলপাতা
আম্রপল্লব
হলুদ মাখানো সুতো


বাংলা পঞ্জিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জামাই ষষ্ঠী । প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। বাংলা পঞ্জিকা অনুসারে, এবার জামাই ষষ্ঠী পালিত হবে, জুন মাসের ১২ তারিখ, শুক্রবার, জৈষ্ঠ মাসের ২৯ তারিখ।

তবে অনেকেই এদিন আচার পালন করলেও খাওয়া-দাওয়া জমায়েত করেন কাছাকাছির কোনও একটি ছুটির দিনে। তাই জামাই ষষ্ঠীর আশেপাশে ছুটির দিনগুলোতে বাজার দর থাকে বেশ আকাশছোঁয়া।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now