May 19, 2024
Lifestyle

Smoking Reduces Penis Size : নিয়মিত ধূমপানের জন্য স্থায়ী ভাবে কমে যেতে পারে লিঙ্গের দৈর্ঘ্য, বলছে সাম্প্রতিকতম গবেষণা

post-img

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

নিয়মিত ধূমপান ক্যানসারের কারণ এ কথা প্রায় সকলেই জানেন। কিন্তু ধূমপানের যে এমন কুপ্রভাব থাকতে পারে তা জানেন না অনেকেই।

গবেষণা বলছে শুধু ফুসফুস নয়, পুরুষদের গোপনাঙ্গেরও ক্ষতি করতে পারে ধূমপান।

বিশেষজ্ঞদের মতে ধূমপান ডেকে আনতে পারে লিঙ্গ শিথিলতার মতো সমস্যা। এমনকি দীর্ঘ দিন ধূমপান করলে স্থায়ী ভাবে কমে যেতে পারে লিঙ্গের দৈর্ঘ্য।

কিন্তু কেন এমন হয়? বিশেষজ্ঞদের মতে, যৌন উত্তেজনার সময় লিঙ্গের দৃঢ়তার কারণ হল লিঙ্গে রক্তসঞ্চালন। গবেষকদের দাবি ধূমপানের ফলে রক্তনালীর মধ্যে বিভিন্ন ক্ষতিকর উপাদান জমে যায়,

একে বিজ্ঞানের ভাষায় আর্থেরোস্ক্লেরোসিস বলে। এই রোগ যেমন স্ট্রোক বা হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায় তেমনই এই ফলে লিঙ্গে রক্তসঞ্চালন বাধাপ্রাপ্ত হয় ফলে দৃঢ় হয় না লিঙ্গ। পাশাপাশি নিকোটিন রক্তনালীর গহ্বরকে সংকুচিত করে।

আর এই ক্ষতি যেহেতু স্থায়ী তাই লিঙ্গের দৈর্ঘ্য হ্রাস পাওয়ার সমস্যাও স্থায়ী।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now