May 18, 2024
Technology News

Bajaj Pulsur N250 Bike : ভারতের বাজারে আসছে বাজাজ এন ২৫০

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

টু হুইলার সংস্থা বাজাজ নতুন পালসার বাইক আনলো বাজারে। বাজাজ পালসার এন২৫০ সংস্থার একটি দুরন্ত বাইক হতে চলেছে। যেখানে গুচ্ছের ফিচার্সের পাবেন। মোটরসাইকেলে অন্যতম চমক হিসেবে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল বৈশিষ্ট্য।

এছাড়া তিন লেভেলের ডুয়াল চ্যানেল এবিএস পাওয়া যাবে বাইকে। যা রাইডারের সুরক্ষা নিশ্চিত করবে।

পরিস্থিতি অনুযায়ী, এবিএস মোড সিলেক্ট করা যাবে। বাড়তি সুরক্ষার জন্য পাবেন ট্র্যাকশন কন্ট্রোল বৈশিষ্ট্য। এই দুই ফিচার পিচ্ছিল রাস্তায় বা পাথুরে জমিতে বাইকটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। বাজাজ পালসার এন২৫০-এর চাকা আগের চেয়ে বড় হতে পারে।

বাইকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। বাইকে নেভিগেশন, কল/এসএমএস সাপোর্ট ইত্যাদি সুবিধা থাকবে। ডিজিটাল ওডোমিটার, টেকোমিটার, ট্রিপমিটার পাওয়া যাবে। বাইকজুড়ে মিলবে এলইডি লাইটিং।

২৫০ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন থাকবে বাইকে যা সর্বোচ্চ ২৪.১ হর্সপাওয়ার এবং ২১.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকে হার্ডওয়্যার থাকছে সামনে আপসাইড ডাউন ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন। দু চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

বাজাজ পালসার এন২৫০-এর দাম এখনো জানা যায়নি। তবে একাধিক রিপোর্টে বাইকের সম্ভাব্য দাম জানানো হয়েছে। বাজারে বর্তমানে যে পালসার এন২৫০ বিক্রি হয় তার এক্স শোরুম দাম ১ লাখ ৫০ হাজার। ধারণা করা হচ্ছে নতুন মডেলের দাম ১ লাখের বেশি হতে পারে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now